নির্ভয়া কাণ্ডে নাবালক ধর্ষককে সেলাই মেশিন ও দশ হাজার টাকা দেওয়া নিয়ে প্রশ্ন স্মৃতির
নির্ভয়া গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত চার জনের ফাঁসির সিদ্ধান্ত নিয়ে টালবাহানার মাঝেই এবার আপ সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন স্মৃতি ইরানি। অভিযুক্তদের প্রতি আপ সরকারের একাধিক সহনশীল আচরণ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “ ২০১৮ সালের জুলাই মাসে ওই দোষীদের পুনর্বিবেচনার আর্জি খারিজ করার পরেও আপ সরকার কি করছিল? নাবালক ধর্ষক ছাড়া পাওয়ার পরে সরকার কোন আক্কেলে তাকে ১০,০০০ টাকা ও সেলাই মেশিন দিয়েছিল ?”

নির্ভয়র মা বারংবার ফাঁসির পরোয়ানার কাগজের দাবি করে গেলেও এখনও তা প্রকাশ করেনি কারা দফতর। এখনও তা কেন প্রকাশ করা হয়নি সে দাবিও করে কেন্দ্রীয় মন্ত্রী। নির্ভয়র মায়ের চোখের অশ্রু কি আপ সরকারের নজরে পড়েনি এখনও? তিনি আপ সরকারকে উদ্দেশ্য করে বলেন যে রিভিউ পিটিশন খারিজ হওয়ার পরেও অপরাধীদের ফাঁসিতে কেন ঝোলানো হয়নি তার জবাব আপ সরকারকেই দিতে হবে। এর জন্য আপ সরকারের লজ্জা হওয়া উচিত বলেও জানান তিনি।
প্রসঙ্গত, আগামী ২২ শে জানুয়ারি নির্ভয়া গণ ধর্ষণ কাণ্ডে জড়িত চার অপরাধী মুকেশ সিংহ, অক্ষয়কুমার সিংহ, পবন গুপ্ত ও বিনয় ফাঁসি দেওয়ার কথা ছিল। গত সপ্তাহেই তাদের মৃত্যু পরোয়ানা জারি করেছিল আদালত। কিন্তু বুধবার দিল্লি হাইকোর্টকে দিল্লি সরকার জানায় যে মুকেশ কুমার রাষ্ট্রপতির কাছে যেহেতু ক্ষমা প্রার্থনা করেছে, তাই তাদের ফাঁসি স্থগিত করা হোক। যদিও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মুকেশের এই আবেদন ইতিমধ্যেই খারিজ করেছে।