'যাঁরা ভারত ভাঙতে চান, তাঁদের সঙ্গে উনি দাঁড়িয়েছিলেন জেনে শুনে', দীপিকাকে তোপ স্মৃতির
জেএনইউতে দীপিকা পাড়ুকোনের প্রবেশ ও বাম ছাত্রদের পাশে দাঁড়ানোর পর থেকেই একের পর এক বিতর্ক তৈরি হয়েছে। যে রাতে দীপিকা সেখানে গিয়েছিলেন, সেই রাতেই তাঁর বিরুদ্ধে বিজেপি নেতা বাগ্গা তোপ দাগতে শুরু করেন। জানান দীপিকার ছবি বয়কট করা হবে।

এবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছেন, যে সমস্ত মানুষরা দেশকে ভাঙতে চাইছেন তাঁদের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়েছেন দীপিকা। আর তা দীপিকা জেনেশুনে করেছেন জেএনইউতে। স্মৃতি বলেন, ' যাঁরা এই খবর পড়েছেন তাঁরা ভালো করেই জানেন যে ওঁরা (প্রতিবাদীরা) কোনদিকে যাচ্ছেন।' তিনি বলেন, 'তাঁরা (দীপিকারা) জানেন যে দেশ যাঁরা ভাগ করছেন তাঁদের সঙ্গেই দাঁড়াতে যাচ্ছেন । '
এর আগে, বিজেপির তরফে জানানো হয় দীপিকা পাড়ুকোনের বয়কট নিয়ে যে প্রচার চলছে তা তাঁরা কখনওই সমর্থন করেন না। বিষয়টি স্পষ্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। এর আগে দীপিকা বলেন, যেভাবে পরিস্থিতি এগিয়ে যাচ্ছে, তাতে তিনি অত্যন্ত ক্ষুব্ধ। আর তার জন্যই সেদিন দীপিকা যান জেএনইউয়ের পড়ুয়াদের পাশে দাঁড়াতে।
২০২১-এর সেনসাসের জন্য ৩১ টি প্রশ্নের উত্তর নিয়ে তৈরি থাকুন