For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন স্মৃতি ইরানি : রোহিত ভেমুলার মা

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি : সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। শুক্রবার রোহিত ভেমুলার মা ও পরিবার সরাসরি আক্রমণ শানালেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীকে।

রোহিত ভেমুলার মা স্মৃতি ইরানিকে কটাক্ষ করতেও ছাড়েননি। তিনি বলেন, "স্মৃতি ইরানি এটা কোনও ধারাবাহিক নয়, এটা বাস্তব জীবন। সত্য তথ্য পরিবেশন করুন, তথ্য অলংকৃত করবেন না।"

সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন স্মৃতি ইরানি : রোহিত ভেমুলার মা

বুধবারদিন স্মৃতি ইরানি লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন, "এইভাবে একটা 'শিশু' এবং তাঁর মৃতদেহ নিয়ে রাজনীতি করা হচ্ছে। কোনও ডাক্তারকেও তাঁর কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। পুলিশ একথা জানিয়েছে। 'শিশুটিকে' বাঁচানোর একটা চেষ্টাও করা হয়নি। তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার প্রয়াসও কেউ করেনি। বদলে তাঁর মৃতদেহকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে।"

রোহিতের দাদা রাজ অবশ্য এই সমস্ত দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। যেই ইস্যু বিজেপিকে সমস্যায় ফেলতে পারে তার থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই এইসব বলা হচ্ছে বলে দাবি করেন রাজ।

গত ১৭ জানুয়ারি, হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ২৬ বছরের রোহিত ভেমুলা। এই ঘটনা ঘটে এবিভিপি-এর এক সমর্থককে আক্রমণ করার অভিযোগে কলেজ হোস্টেল এবং ক্যাম্পাসের সাধারণ এলাকা থেকে রোহিতকে নিষিদ্ধ করার পরের দিনই।

এরপরেই রোহিতের পরিবার-পরিজন এবং বিরোধী দল অভিযোগ তোলে রোহিত জাতপাত ভেদাভেদের শিকার হয়েছে বলে। কারণ স্মৃতি ইরানি এবং কেন্দ্রীয় মন্ত্রী বান্দারু দত্তত্রেয়া বিশ্ববিদ্যালয়কে চাপ দিয়েছিল রোহিতকে শাস্তি দেওয়ার জন্য।

রোহিতের এক বন্ধুর কথায়, "সংসদে স্মৃতি ইরানি বলেছেন মুখ্য তত্ত্বাবধায়ক দলিত ছিলেন। বার বার তিনি একই প্রসঙ্গ তুলছেন। তিনি সমস্ত তথ্য নথি ঘেঁটে দেখতে পারেন, মুখ্য তত্ত্বাবধায়ক কখনও এই ঘটনার তদন্তকারী দলের সদস্য ছিলেন না। এবিভিপি-র বিরুদ্ধে রোহিত কী বলেছিল তা কেন স্মৃতি ইরানি সংসদে বলতে ভয় পাচ্ছেন বুঝতে পারছি না।

রোহিতের আর এক বন্ধুর কথায়, "আমি বুঝতে পারি না, কী করে এই মন্ত্রীরা গণতন্ত্রের মন্দিরে দাঁড়িয়ে সপাটে এভাবে মিথ্যা কথা বলে চলেছেন। স্মৃতি ইরানি সংসদে দাঁড়িয়ে সিনেমাটিক এবং নাটকীয় সব অঙ্গভঙ্গী করছেন, কিন্তু উনি বুঝতে পারছেন না এর ফলে তার বলা মিথ্যা কথাগুলো সত্যি হয়ে যাবে না। "

English summary
'Smriti Irani Lied In Parliament,' Says Rohith Vemula's Family
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X