For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে স্মৃতি-ইরানির সঙ্গে কংগ্রেসের ফেস-অফ

জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে স্মৃতি-ইরানির সঙ্গে কংগ্রেসের ফেস-অফ

  • |
Google Oneindia Bengali News

বিগত কয়েকদিনে টানা বেড়েছে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম। নিত্যপ্রয়োজনীয় জ্বালানির দাম বাড়ার ফলে স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের৷ বিরোধী দলগুলির চাপে পড়েছে কেন্দ্রীয় সরকার। এবার এই ইস্যুতেই কংগ্রেস নেত্রীর প্রশ্নবাণের মুখে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। যে ভিডিও কিনা এখন নেটমাধ্যমে রীতিমতো ভাইরাল।

জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে স্মৃতি-ইরানির সঙ্গে কংগ্রেসের ফেস-অফ

তেলের দাম বাড়ার জন্য কেন্দ্রের মোদী সরকারকেই দায়ী করেছে বিরোধীরা। যে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস বিরোধিতার তুফান তুলেছিলেন মোদী। এখন সেই অস্ত্রই বুমেরাং। রবিবার এই ইস্যুতে কংগ্রেস নেত্রী নেটা ডিসুজার প্রশ্নের সম্মুখীন হলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। দিল্লি থেকে গুয়াহাটিগামী বিমানে যাত্রা করছিলেন দু'জনেই। সেখানেই বিমান থেকে নামার সময় সাক্ষাৎ হয় দুজনের৷

এই মুহূর্তে নেটা ডি সুজা কংগ্রেসের মহিলা শাখার কার্যকরী প্রধান৷ তিনিই সবার সামনে প্রশ্ন করেন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে৷ এক সাধারণ যাত্রী হিসেবে নেটার এই প্রশ্নের জবাবে প্রথমেই স্মৃতি বলেন, 'আপনি আমার পথ আটকাচ্ছেন।' এরপরেও যখন নেটা প্রশ্ন করতে থাকেন রান্নার গ্যাসের অভাব, গ্যাসবিহীন স্টোভের অভাব নিয়ে৷ কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'আপনি মিথ্যে বলছেন'। এরই সঙ্গে স্মৃতি দাবি করেন, তাঁর বিরুদ্ধে বৃথাই অভিযোগ আনা হচ্ছে।'

নেটা গোটা ঘটনাটির ভিডিও করেছেন। ভিডিওটি পোস্টও করেছেন নিজের ট্যুইটার হ্যান্ডলে। ভিডিও পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, 'গুয়াহাটি যাওয়ার পথে মোদী সরকারের মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে দেখা হল। পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করতেই তিনি টিকা, রেশন এমনকী দরিদ্রদেরও দায়ী করেন৷ আপনারা এই ভিডিও দেখুন, সাধারণ মানুষের দুর্দশায় এঁর প্রতিক্রিয়া দেখুন।'

উল্লেখ্য, গত ১৬ দিনে মোট ১৪ বার বেড়েছে পেট্রোল, ডিজেলের দাম। লিটারপ্রতি ১০ টাকা দাম বেড়েছে জ্বালানি তেলগুলির৷ রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১০৫.৪১ টাকা। ডিজেলের দাম ঠেকেছে ৯৬.৬৭ টাকা প্রতি লিটারে৷

English summary
Smriti-Irani face-off with Congress's over rising fuel prices, video viral
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X