For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থানে লাগাতার শিশু মৃত্যুর ঘটনায় কংগ্রেসের কোনও হেলদোল নেই, অভিযোগ স্মৃতির

রাজস্থানে লাগাতার শিশু মৃত্যুর ঘটনায় কংগ্রেসের কোনও হেলদোল নেই, অভিযোগ স্মৃতির

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি রাজস্থানের কোটা শহরের জে কে লোন নামে সরকারি হাসপাতালে শতাধিক সদ্যোজাত শিশু মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। কংগ্রেস পরিচালিত রাজস্থানে এহেন শিশু মৃত্যুর ঘটনায় এবার তোপ দাগলেন স্মৃতি ইরানি। শুক্রবার শিশু মৃত্যুর ঘটনায় সরাসরি কংগ্রেস সরকারের ব্যর্থতাকে দায়ী করলেন কেন্দ্রীয় টেক্সটাইল মন্ত্রী স্মৃতি ইরানি। শিশুমৃত্যুর ঘটনা নিয়ে রাজস্থান সরকারের যে কোনও রকম মাথাব্যথা নেই, সে কথাও এদিন বলেন তিনি। অন্যদিকে রাজস্থানের মুখমন্ত্রী অশোক গেহলট শিশু মৃত্যুর মতো স্পর্শকাতর বিষয় নিয়ে রাজনীতি না করার জন্য অনুরোধ করেন।

 রাজস্থানে লাগাতার শিশু মৃত্যুর ঘটনায় কংগ্রেসের কোনও হেলদোল নেই, অভিযোগ স্মৃতির

গত ডিসেম্বরে মাসে রাজস্থানের কোটার ওই সরকারি হাসপাতালে ৯১ টি শিশুমৃত্যুর ঘটনা ঘটে। শিশুমৃত্যুর সংখ্যা ইতিমধ্যেই একশো ছাড়িয়েছে। শুক্রবার শিশুমৃত্যু নিয়ে বিজেপির তরফে স্মৃতি ইরানি বলেন, একের পর এক শিশুমৃত্যু হলেও সে বিষয়ে কোনও মনোযোগই দেয়নি রাজস্থান সরকার। শিশু মৃত্যুর জন্য রাজস্থান সরকার কাকে দোষ দেবে সে জবাব তাদেরকেই দিতে হবে বলেও জানায় তিনি। রাজস্থানের মুখমন্ত্রী অশোক গেহলোট বলেন, "শিশুমৃত্যুর মতো স্পর্শকাতর বিষয় নিয়ে এই মুহূর্তে রাজনীতি করা উচিত না।"

বিজেপি সরকারের আমলে বছরে ১০০০ জনের বেশি শিশুমৃত্যু হলেও বর্তমানে সেটি কমে ৯০০-র কাছাকাছি এসেছে বলেও জানান রাজস্থানের মুখ্যমন্ত্রী। অন্যদিকে কোটার হাসপাতাল সূত্রে খবর নতুন বছরের প্রথম দুদিনে তিনটি শিশু মৃত্যু মিলিয়ে এখনও পর্যন্ত মোট ১০৩ টি শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।

ভুয়ো খাবারের দোকানে ভরে যাচ্ছে সুইগি জোমাটো, সমস্যায় গ্রাহকরাভুয়ো খাবারের দোকানে ভরে যাচ্ছে সুইগি জোমাটো, সমস্যায় গ্রাহকরা

English summary
Smriti Irani accuses the government of Congress in Rajasthan for infant deaths in Rajasthan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X