For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীকে নিশানা করতে গিয়ে বিজেপির রোষের মুখে রাহুল গান্ধী, ময়দানে পীযূষ-স্মৃতি

Google Oneindia Bengali News

ভারত-আমেরিকা ইতিমধ্যেই চিনের জনপ্রিয় অ্যাপ টিকটক নিষিদ্ধ বলে ঘোষণা করেছিল। তবে মূলত নিরাপত্তা ও তথ্য চুরির অভিযোগ এনে এই চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল। তবে এবার চিনের এই অ্যাপ নিষিদ্ধ করতে চলেছে বেজিংয়ের বন্ধু ইসলামাবাদও। এবং পাকিস্তানের এহেন সিদ্ধান্তেই অবাক গোটা বিশ্ব।

ঘটনার সূত্রপাত

ঘটনার সূত্রপাত

প্রসঙ্গত, বায়ুশক্তি উৎপাদন সংস্থার প্রধান হেনরিক অ্যান্ডারসনের সঙ্গে ভআর্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি উইন্ড টার্বাইন নির্মাতাকে বলেছিলেন উইন্ড টার্বাইন থেকে পরিশ্রুত পানীয় জল, অক্সিজেন এবং শক্তি উৎপাদন করা যায়। এবং তাঁর এই মন্তব্যকে কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধী।

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে টুইট রাহুলের

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে টুইট রাহুলের

এদিন তিনি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে টুইটারে লিখেছিলেন, 'আমাদের প্রধানমন্ত্রী যে কিছু বোঝেন না, এটা ভারতের জন্য এটা সবচেয়ে বড় বিপদ নয়। কিন্তু তাঁর আশপাশের কেউ তাঁকে এটা বলার সাহস করেন না।' আর রাহুলের এই টুইটের পরই বিজেপি মন্ত্রী পীযূষ গয়াল এবং স্মৃতি ইরানি পাল্টা আক্রমণ শানান রাহুলকে।

রাহুল গান্ধীকে আক্রমণ করেন পীযূষ

রাহুল গান্ধীকে আক্রমণ করেন পীযূষ

এদিন রাহুল গান্ধীকে আক্রমণ করে পীযূষ গয়াল লেখেন, 'রাহুল গান্ধীর আশেপাশে থাকা কারও সাহস হয় না তাঁকে এটা বলার যে তিনি কিছু বোঝেন না। উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আইডিয়াকে ব্যঙ্গ করছেন। অথচ বিশ্বের শীর্ষস্থানীয় সংস্থার সিইও তাঁর বক্তব্যকে সমর্থন করেছেন।'

স্মৃতির নিশানায় রাহুল

স্মৃতির নিশানায় রাহুল

আসরে নামেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও। স্মৃতি ইরানি রাহুলকে 'যুবরাজ' বলে কটাক্ষ করেন। পাশাপাশি রাহুলকে অজ্ঞ বলেও মন্তব্য করেন স্মৃতি ইরানি। রাহুলকে আক্রমণ করে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রও টুইট করেন এদিন। সম্বিত পাত্র রাহুলকে বিজ্ঞান সংক্রান্ত পত্রিকা পড়ার পরামর্শও দেন।

<strong>হাথরাস কাণ্ডে মুখোশ খুলল যোগীর পুলিশের, ইডির বক্তব্যে আদিত্যনাথের মাথায় হাত</strong>হাথরাস কাণ্ডে মুখোশ খুলল যোগীর পুলিশের, ইডির বক্তব্যে আদিত্যনাথের মাথায় হাত

English summary
Smriti Irani and Piyush Goyal snubbed Rahul Gandhi for his degrading tweet on PM Narendra Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X