For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রেনে উঠেই নিজের বার্থে শুয়ে ঘুমানোর দিন শেষ, জারি হল নয়া নির্দেশিকা

এবার থেকে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্তই নিজের বার্থে ঘুমোতে পারবেন লোয়ার ও মিডল বার্থের যাত্রীরা, এর বাইরে অন্যান্য যাত্রীদের বসার জন্য জায়গা ছাড়তে হবে

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

ট্রেনের স্লিপার কোচে ঘুমোনো নিয়ে নয়া নির্দেশিকা জারি করল ভারতীয় রেল। এবার থেকে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্তই নিজের বার্থে ঘুমোতে পারবেন লোয়ার ও মিডল বার্থের যাত্রীরা। এর বাইরে অন্যান্য যাত্রীদের বসার জন্য জায়গা ছাড়তে হবে। আগে রাতে ঘুমোনোর সময় ছিল রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত। নয়া নির্দেশিকায় সেই সময় এক ঘন্টা কমিয়ে দেওয়া হয়েছে।

ট্রেনে উঠেই নিজের বার্থে শুয়ে ঘুমানোর দিন শেষ, জারি হল নয়া নির্দেশিকা

ট্রেনের স্লিপার ক্লাসে বেশিরভাগ সময়েই লোয়ার বার্থে বসা নিয়ে যাত্রীদের মধ্যে ঝামেলা নিত্যনৈমিত্তিক ব্যাপার। সেকারণেই রেলের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। নয়া নিয়ম অনুযায়ী, সকাল ছটার পর মিডল বার্থ বা লোয়ার বার্থের যাত্রীরা আর শুয়ে থাকতে পারবেন না। কারণ মিডল বার্থের যাত্রী শুয়ে থাকলে লোয়ার বার্থে বসা সম্ভব হয় না। আবার লোয়ার বার্থের যাত্রী শুয়ে থাকলে মিডল বার্থের যাত্রী বসতে পারেন না। অবশ্য প্রতিবন্ধী, গর্ভবতী, অসুস্থ বা বয়স্কদের এই নিয়ম থেকে ছাড় দেওয়া হয়েছে।

একইরকমভাবে সাইড আপার বা সাইড লোয়ারের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে। সেক্ষেত্রে বলা হয়েছে, সাইড আপার বার্থের যাত্রী রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত সাইড লোয়ার বার্থে কোনওভাবে নিজের দাবি জানাতে পারবেন না।

ট্রেনে উঠেই নিজের বার্থে শুয়ে ঘুমানোর দিন শেষ, জারি হল নয়া নির্দেশিকা

ঘুমোনোর সময় এক ঘন্টা কমিয়ে আনার পেছনে রয়েছে অন্য যুক্তি। রেল সূত্রে জানা গিয়েছে, কিছু যাত্রী ট্রেনে উঠেই নিজের লোয়ার বার্থে শুয়ে পড়েন। সেক্ষেত্রে আপার বার্থের যাত্রীকে গোটা যাত্রাপথে আপার বার্থেই বসে থাকতে হয়। আর মিডল বার্থের যাত্রীকে কোনওরকমে লোয়ার বার্থের এক কোনও গুটিসুটি মেরে বসে থাকতে হয়। এই সমস্যাগুলি প্রতিদিনই বহু অভিযোগ জমা পড়ে রেলের কাছে।

English summary
Indian Railways issues a circular in which passengers of sleeper coaches can sleep only 10pm to 6am, they have to allow other passengers to sit rest of the time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X