For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌চড়, লাথি, লাঠিচার্জ, সিএএ স্বপক্ষে বিজেপির মিছিলে পুলিশ–আন্দোলনকারীর সংঘর্ষ

‌চড়, লাথি, লাঠিচার্জ, সিএএ স্বপক্ষে বিজেপির মিছিলে পুলিশ–আন্দোলনকারীর সংঘর্ষ

Google Oneindia Bengali News

নাগরিকত্ব সংশোধনী আইনের স্বপক্ষে জনসভায় পুলিশ ও আন্দোলনকারীর মধ্যে খণ্ডযুদ্ধের সৃষ্টি হল মধ্যপ্রদেশে। রাজ্যের রাজগড় জেলায় নাগরিকত্ব আইনের সমর্থনে পদযাত্রা করতে চেয়েছিলেন সমর্থনকারীরা, কিন্তু পুলিশ তাতে অনুমতি না দেওয়ায় সমর্থনকারীদের সঙ্গে স্থানীয় পুলিশের ঝামেলার সৃষ্টি হয়।

চড়–থাপ্পড়, চুল টানা, সহ দু’‌পক্ষের সংঘর্ষ

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা গিয়েছে জেলা শাসক নিধি নিবেদিতার দুই সহকর্মী প্রিয়া বর্মা ও শ্রুতি আগরওয়াল সহ পুলিশদের মারধর করছে বিজেপি কর্মীরা। এরপরই বিজেপির এক সমর্থককে সজোরে চড় কষায় নিধি নিবেদিতা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। এই ঘটনায় আহত হয়েছে তিনজন। নিবেদিতা বলেন, ‘‌মিছিলের জন্য অনুমতি দেওয়া হয়নি। এখনও ৫০ থেকে ১০০ জন ১৪৪ ধারা ভেঙেছে পদযাত্রা করতে গিয়ে। যখন তাদের পুলিশ-প্রশাসন আটকাতে যায়, তখন সমর্থনকারীরা তাদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে দেয়। আমাদের এক মহিলা সহকর্মীর চুল ধরে টানে এবং তাঁকে লাথি মারে, এর পাশাপাশি উভয় মহিলা কর্মীর পোশাকও ছিঁড়ে দেওয়ার চেষ্টা করে।'‌ ভিডিওতে দেখা গিয়েছে, ডেপুটি কালেক্টর প্রিয়া বর্মা রাস্তায় জাতীয় পতাকা নিয়ে বসে থাকা আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করছেন। ৭৫ সেকেণ্ডের ভিডিও ক্লিপসে দেখা গিয়েছে, ডেপুটি কালেক্টর কয়েকজন সমর্থককারীর কলার ধরে টেনে নিয়ে এসে তাদের পুলিশের হাতে তুলে দেয়। অন্য ক্লিপিংসে দেখা গিয়েছে, নিধি নিবেদিতা একজনকে চড় মারছেন এবং সমর্থককারীদের ওপর চেঁচাচ্ছেন।

অনুমতি ছাড়া তিরঙ্গা যাত্রা বিজেপির

অন্য এক ভিডিওতে দেখা গিয়েছে, বেশ কিছু আন্দোলনকারীদের সঙ্গে বচসার সৃষ্টি হয় নিবেদিতার। বিজেপি সমর্থককে চড় মারার পর পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। শনিবার রাজ্যে ১৪৪ ধারা জারি করে দেওয়া হয়। তবে প্রাক্তন বিধায়ক অমর সিং যাদব, মোহন শর্মা এবং দলের জেলা শাখার সভাপতি দিলবার সিং যাদবের নেতৃত্বে বিজেপি কর্মীরা তবুও ‘‌তিরঙ্গা যাত্রা'‌ করেছিলেন। রাজ্যের বিরোধী দল বিজেপি এই ঘটনাকে নাটকীয় মোড় দিয়ে জানিয়েছেন যে গণতন্ত্রের ‘‌কালো অক্ষরের দিন'‌।

বিজেপি–কংগ্রেস তরজা

বিজেপি–কংগ্রেস তরজা

ঘটনা প্রসঙ্গে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ‘‌কালেক্টর ম্যাডাম, আপনি কোন আইন বইটি পড়েছেন যা আপনাকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী নাগরিকদের মারধর করার এবং টেনে আনার ক্ষমতা দেয়? কংগ্রেস নেতৃত্বাধীন সরকারকে এটি উচ্চস্বরে শুনতে হবে এবং স্পষ্টভাবে বোঝা উচিত যে মধ্যপ্রদেশে বাসিন্দারা হিটলারের মতো আচরণ সহ্য করবে না।'‌ বিজেপিকে পাল্টা জাবাব দিতে কংগ্রেসের মুখপাত্র নরেন্দ্র সালুজা বিরোধা দলকে দায়ি করে জানান যে পুলিশি অনুমতি ছাড়া তারা পদযাত্রা করেছে। ১২৪ জনের বিরুদ্ধে দু'‌টি এফআইআর দায়ের হয়েছে, একটি ঘটনার ও দ্বিতীয়টি শ্লীলতাহানির। ১৪৪ ধারা ভাঙায় এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন জেপি নাড্ডাবিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন জেপি নাড্ডা

English summary
Section 144 was imposed in Madhya Pradesh's Rajgarh district on Saturday, but BJP workers, led by Dilbar Singh Yadav, district uni President, took out a march anyway
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X