For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুলভূষণ যাদবকে নিয়ে মিথ্যা বলছে পাকিস্তান, প্রমাণ দিলেন এই প্রাক্তন আইএসআই কর্তা

কুলভূষণ যাদবকে নিয়ে মিথ্যাভাষণ দিয়ে চলেছে পাকিস্তান। সেদেশের গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রাক্তন আধিকারিক আমজাদ শোয়েব স্পষ্ট জানিয়েছেন, কুলভূষণকে ইরান সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কুলভূষণ যাদবকে নিয়ে মিথ্যাভাষণ দিয়ে চলেছে পাকিস্তান। সেদেশের গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রাক্তন আধিকারিক আমজাদ শোয়েব স্পষ্ট জানিয়েছেন, কুলভূষণকে ইরান সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে।

এই তথ্য সামনে আসার পর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে, পাকিস্তানে চরবৃত্তির যে অভিযোগে কুলভূষণকে ফাঁসির সাজা শোনানো হয়েছে তা কতটা ভিত্তহীন।

কুলভূষণকে নিয়ে মিথ্যা বলছে পাকিস্তান, মিলল প্রমাণ

ভারত প্রথম থেকেই জানিয়ে আসছে কুলভূষণ ব্যবসার কাজে ইরানে থাকতেন। এবং পাকিস্তান তাঁকে ইরান সীমান্ত থেকে পাকড়াও করে এনে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। প্রাক্তন আইএসআই আধিকারিকের নতুন এই বক্তব্য সামনে আসার পরে আন্তর্জাতিক আদালতে ভারতের সওয়াল করতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

গত ১৮ মে আন্তর্জাতিক আদালত কুলভূষণ যাদবের ফাঁসি স্থগিত করার নির্দেশ দেয় পাকিস্তানকে। শেষ বিচার সামনে আসবে আগামী অগাস্টের মধ্যেই। তখনই চূড়ান্ত রায় জানাবে আন্তর্জাতিক আদালত।

ভারত বরাবরই জানিয়েছে কুলভূষণ ইস্যুতে পাকিস্তান প্রথম থেকেই কোনওরকম সহযোগিতা করেনি। বরং মোট ১৬ বার কনস্যুলার অ্যাকসেস চাওয়ার পরও তা এখনও ভারতকে দেওয়া হয়নি।

English summary
Slap for Pak as ex-ISI officer admits Jadhav was captured in Iran
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X