For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টানা ২৫ বছরের চামলিং-এর শাসনের অবসান! নতুন শক্তির উত্থান সিকিমে

প্রায় টানা ২৫ বছরের পবন চামলিং-এর শাসনের অবসান হল সিকিমে। এবারের বিধানসভার নির্বাচনে ৩২ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে চামলিং-এরসিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট পেয়েছে ১৫ টি আসন।

Google Oneindia Bengali News

প্রায় টানা ২৫ বছরের পবন চামলিং-এর শাসনের অবসান হল সিকিমে। এবারের বিধানসভার নির্বাচনে ৩২ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে চামলিং-এর সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট পেয়েছে ১৫ টি আসন। অন্যদিকে সিকিম ক্রান্তিকারী মোর্চা পেয়েছে ১৭ টি আসন। রাজ্য থেকে খালি হাতেই ফিরতে হয়েছে কংগ্রেস কিংবা বিজেপিকে।

সিকিমে নতুন সরকার

সিকিমে নতুন সরকার

সিকিমে সিকিম ক্রান্তিকারী মোর্চার পথ চলা শুরু ২০১৩-র ৪ ফেব্রুয়ারি। ভারতী শর্মা ছিলেন কার্যকরী সভাপতি। ওই বছরেই দলের চেয়ারপার্সন হন সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের প্রাক্তন নেতা প্রেম সিং তামাং। ২০১৪-র বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ১০ টি আসন দখল করেছিল এই দল। শতাংশের নিরিখে প্রায় ৪০.৮ শতাংশ ভোট পেয়েছিল তারা।

৩২টির মধ্যে ১৭ আসন দখল এসকেএম-এর

৩২টির মধ্যে ১৭ আসন দখল এসকেএম-এর

এবারের নির্বাচনের আগে বিজেপির সঙ্গে জোট নিয়ে কথাও এগিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে একাই লড়াই করার সিদ্ধান্ত নেয় সিকিম ক্রান্তিকারী মোর্চা। আর তাতেই সাফল্য। ৩২ টি আসনের মধ্যে ১৭ টি আসন দখল করে প্রায় ২৫ বছরে পবন চামলিং-এর শাসনের অবসান ঘটায় তারা।

লোকসভাতেও জয় এসকেএম-এর

লোকসভাতেও জয় এসকেএম-এর

রাজ্য থেকে লোকসভার একটি মাত্র আসনে জয়ী হয়েছেন সিকিম ক্রান্তিকারী মোর্চার ইন্দ্র হাং সুব্বা। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের ডেক বাহাদুর কাটোয়ালকে হারিয়েছেন ১২৪৪৩ ভোটে।

English summary
SKM's victory in ends Pawan Chamling era in Sikkim after almost 25 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X