For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা যোদ্ধাদের জন্য নয়া বিশেষ কোর্সের উদ্বোধন মোদীর

করোনা যোদ্ধাদের জন্য নয়া বিশেষ কোর্সের উদ্বোধন মোদীর

Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতিতে আরও সাবধানতার বার্তা দিয়ে উন্নয়নের একটি বড় দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি কোভিড যোদ্ধাদের জন্য নতুন এক কোর্সের উদ্বোধন করেন। 'স্কিল ইন্ডিয়া'র আওতায় থাকা এই নয়া কোর্সের আওতায় ১ লাখ করোনা যোদ্ধা অন্তর্ভূক্ত হচ্ছেন।

২১ জুনের টিকাকরণ নিয়ে বার্তা

২১ জুনের টিকাকরণ নিয়ে বার্তা

নরেন্দ্র মোদী এদিন নিজের বক্তব্য রাখার সময় জানান, ২১ জুন থেকে নতুন টিকাকরণ অভিযান শুরু হচ্ছে, তা নিয়ে বহু গাইডলাইন দেওয়া হয়েছে। এদিন প্রধানমন্ত্রী ফের একবার জানিয়ে দেন যে ২১ জুন থেকে ১৮ বছরের উর্ধ্বে সকলেই বিনমূল্যে টিকা পাবেন।

 নয়া কোর্স নিয়ে বক্তব্য রাখলেন মোদী

নয়া কোর্স নিয়ে বক্তব্য রাখলেন মোদী

তবে এরই সঙ্গে নতুন স্কিল ডেভেললপমেন্টের কোর্স নিয়ে মোদী ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন এই কোর্সের সঙ্গে দেশের স্বাস্থ্য পরিষেবা উন্নত হবে। কোভিড যোদ্ধাদের জন্য তৈরি এই কোর্স নতুন সুযোগ এনে দেবে বলেও আশা রাখেন মোদী। মোদী আশা রাখেন যে এই কোর্সের হাত ধরে এমন স্কিল পডুয়াদের সকলের কাছে চলে আসুক যাতে, তাঁরা করোনার বিরুদ্ধে যুদ্ধে নতুন অবদান রাখতে পারেন।

কোভিড যোদ্ধাদের ভূয়সী প্রশংসায় মোদী

কোভিড যোদ্ধাদের ভূয়সী প্রশংসায় মোদী

এদিন নরেন্দ্র মোদী কোর্সের উদ্বোধনের সঙ্গেই কোভিড যোদ্ধাদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন করোনার জেরে গত দেড় বছর ধরে নিরসল পরিশ্রম করছেন এই যোদ্ধারা। ফলে দেশবাসীর সুরক্ষায় এই পরিশ্রমের মাঝে নতুন এই কোর্স তাঁদের সেবা ধর্মকে নতুন মাত্রা দিতে পারে। যা দেশের সার্বিক উন্নয়নের একটি দিক।

 কোভিড যোদ্ধাদের জন্য কোর্সের তথ্য

কোভিড যোদ্ধাদের জন্য কোর্সের তথ্য

নরেন্দ্র মোদী এদিন জানান করোনার সঙ্গে লড়াইয়ের জন্য ১ লাখ কোভিড যোদ্ধাকে এই কোর্সের আওতায় এনে প্রস্তুত করা হচ্ছে। এই পরিস্থিতিতে ছয়টি ক্র্যাশ কোর্স কোভিড যোদ্ধাদের সামনে আসতে চলেছে বলে জানান মোদী।

২০ শতাংশ নিচে নামল নরেন্দ্র মোদীর গ্রহণ যোগ্যতার রেটিং, তাতেও দৌড়ে টেক্কা দিলেন বাইডেন, জনসনদের২০ শতাংশ নিচে নামল নরেন্দ্র মোদীর গ্রহণ যোগ্যতার রেটিং, তাতেও দৌড়ে টেক্কা দিলেন বাইডেন, জনসনদের

English summary
Skill India mission new course inaugurated by Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X