For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাস্থ্য সূচকে উন্নতি নিয়ে প্রশ্ন! ২০% টাকা হারাতে চলেছে মমতার বাংলা, তালিকায় ২ বিজেপি শাসিত রাজ্যও

পশ্চিমবঙ্গ-সহ দেশের ছটি রাজ্য জাতীয় স্বাস্থ্য মিশনের ২০ % অর্থ হারাতে চলেছে। রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে এটাই সান্ত্বনার হতে পারে যে, সেই তালিকায় রয়েছে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের মত

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গ-সহ দেশের ছটি রাজ্য জাতীয় স্বাস্থ্য মিশনের ২০ % অর্থ বরাদ্দ হারাতে চলেছে। রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে এটাই সান্ত্বনার হতে পারে যে, সেই তালিকায় রয়েছে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের মতো বিজেপি শাসিত রাজ্যও। এই তালিকায় থাকা অন্য রাজ্যগুলি হল বিহার, মধ্যপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীর। রাজ্যগুলির স্বাস্থ্যসূচকে উন্নতি না হওয়ার কারণেই এই পরিস্থিতি বলে জানা গিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে বুধবার ২০১৮-১৯-এর হেলথ সিস্টেমস স্ট্রেংথদেনিং কন্ডিশনালিটি রিপোর্ট প্রকাশ করা হয়। এই রিপোর্টের ভিত্তিতেই জাতীয় স্বাস্থ্য মিশনের তহবিল বন্টিত হয়।

শীর্ষে রয়েছে যেসব রাজ্য

শীর্ষে রয়েছে যেসব রাজ্য

রিপোর্টে প্রকাশ পেয়েছে, তালিকায় প্রথম পাঁচে রয়েছে, হরিয়ানা, কেরল, পঞ্জাব, অসম এবং দাদরা এবং নগর হাভেলি।

যেসব সূচকের ভিত্তিতে তহবিল বন্টন

যেসব সূচকের ভিত্তিতে তহবিল বন্টন

সাতটি সূচকের ভিত্তিকে কেন্দ্রীয় তহবিল বন্টন করা হয়ে থাকে। এর মধ্যে রয়েছে, স্বাস্থ্য কেন্দ্রগুলির কার্যক্রম পরিচালনা, জাতীয় স্বাস্থ্য মিশনের প্রকল্পে জেলাগুলিতে মানসিক স্বাস্থ্যের পরিষেবার মতো বিষয়ও। হেলথ আউটকামের ওপর পারফরমেন্সও অপর একটি বড় শর্ত ছিল।

স্বাস্থ্যমন্ত্রীরে উপস্থিতিতে বাড়তি অর্থ বন্টনের সিদ্ধান্ত

স্বাস্থ্যমন্ত্রীরে উপস্থিতিতে বাড়তি অর্থ বন্টনের সিদ্ধান্ত

২০১৮-১৯ অর্থবর্ষে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় স্বাস্থ্য মিশনের বৈঠক বসে। যেখানে জাতীয় স্বাস্থ্য মিশনের বাজেটে ইনসেন্টিভ/পেলান্টি ১০% থেকে বাড়িয়ে ২০% করা হয়েছিল। যাতে রাজ্যগুলিতে বার্তা দেওয়া হয়েছিল ভাল কাজ করলে বড় পুরস্কার মিলবে। এটার অর্থ হল প্রকল্পে ৮০% শতাংশ অর্থ প্রাপ্তি নিয়ে নিশ্চিত। কিন্তু বাকি ২০% অর্থ নির্ভর করছে সারা বছরের কাজের ওপর।

নীতি আয়োগের তালিকা

নীতি আয়োগের তালিকা

নীতি আয়োগের তালিকায় দেখা গিয়েছে ৩৬ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে ২০টির কাজে অগ্রগতি হয়েছে। কিন্তু ১৬ টি পর্যাপ্ত মানে পৌঁছতে পারেনি। পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীরের খারাপ ফল হয়েছে। এই তালিকায় অন্য রাজ্যগুলি হল অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড এবং সিকিমও।

[ ২০২৪ সালের মধ্যেই দেশছাড়া করব অবৈধ অনুপ্রবেশকারীদের, হুঁশিয়ারি অমিত শাহের][ ২০২৪ সালের মধ্যেই দেশছাড়া করব অবৈধ অনুপ্রবেশকারীদের, হুঁশিয়ারি অমিত শাহের]

[ ২০১৯ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে শিবসেনার ঘরে বড় ভাঙন! তোলপাড় মারাঠি রাজনীতি ][ ২০১৯ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে শিবসেনার ঘরে বড় ভাঙন! তোলপাড় মারাঠি রাজনীতি ]

English summary
Six state including two BJP ruled state to loose 20% of National Health Mission funds. Name of the state includes Bihar, West Bengal, Madhya Pradesh, Himachal Pradesh, Uttarakhand and Jammu and Kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X