For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্ত আরও ছ’‌জনের খোঁজ পাওয়া গেল

Google Oneindia Bengali News

‌করোনাভাইসের লক্ষণ নিয়ে দিল্লির আরএমএল হাসপাতালে ভর্তি হলেন ছ’‌জন। ওই ছ’‌জনকে হাসপাতালের আলাদা ঘরে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদের স্বাস্থ্য পরীক্ষার ফলাফল এখনও আসা বাকি রয়েছে। শুক্রবার হাসপাতাল সূত্র থেকে এই তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানা গিয়েছে যে বৃহস্পতিবার কেরলে প্রথম করোনাভাইরাসের রোগী চিহ্নিত হয়েছে এবং তাকে হাসপাতালের আলাদা ঘরে রেখে চিকিৎসা চলছে।

দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্ত ছয় জন ভর্তি হাসপাতালে


রাম মনোহর লোহিয়া হাসপাতালে পাঁচজন নিজে থেকে এসে জানিয়েছেন যে তাঁদের জ্বর, শ্বাস–প্রশ্বাসের সমস্যা দেখা দিয়েছে। পাঁচজনের মধ্যে ২৪ বছরের এক যুবতী তিনি ২০১৫ সাল থেকে চিনে রয়েছেন এবং ২৯ জানুয়ারি ভারতে ফিরেছেন। মহিলা রোগীর পাশাপাশি চারজন ব্যক্তি, যাঁদের মধ্যে একজনের বয়স ৪৫, তিনি ২৩ জানুয়ারি চিন থেকে ভারতে আসেন এবং অন্য এক ৩৫ বছরের ব্যক্তি গত সাত বছর ধরে চিনে রয়েছেন, তিনি ২৮ জানুয়ারি ভারতে ফেরেন।

১৯ বছরের এক তরুণ ২০১৯ সালের নভেম্বর থেকে এ বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত চিনে ছিলেন এবং দেশে ফেরেন ২৫ জানুয়ারি। অন্যদিকে ৩৪ বছরের এক ব্যক্তি গত দশ বছর ধরে চিনে রয়েছেন, ১৬ জানুয়ারি এ দেশে আসেন। এই পাঁচজনই ৩০ জানুয়ারি নিজেরাই এসে হাসপাতালে ভর্তি হন। এই হাসপাতালে আগে থেকেই করোনাভাইরাসের এক রোগী ভর্তি রয়েছেন। ৩২ বছরের ওই ব্যক্তি ৪ থেকে ১১ জানুয়ারি চিনে ছিলেন।

আরএমএল হাসপাতাল থেকে জানা গিয়েছে যে, '‌ছ’‌জন রোগীর রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল এখনও আসা বকি আছে।’‌ সরকারের পক্ষ থেকে এই করোনাভাইরাস প্রতিরোধ করার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চিনে ইতিমধ্যেই ১৭০ জনের মৃত্যু হয়েছে এই রোগে এবং ৭,৭০০ জন আক্রান্ত। ইতিমধ্যেই ১৭টি দেশে ছড়িয়ে পড়েছে এই করোনাভাইরাস।

English summary
6 admitted, to Delhi hospital, on suspicion of contracting Coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X