For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোয়াইন ফ্লু আতঙ্ক সুপ্রিম কোর্টে, একের পর এক বিচারপতি আক্রান্ত

সোয়াইন ফ্লু আতঙ্ক সুপ্রিম কোর্টে, একের পর এক বিচারপতি আক্রান্ত

  • |
Google Oneindia Bengali News

আমেরিকার প্রেসিডন্টের দিল্লি সফরর মধ্যে উত্তর পূর্ব দিল্লিতে সংঘর্ষ। এই খবরের মতোই আতঙ্ক ছড়িয়ে সুপ্রিম কোর্টে সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়ার আতঙ্ক। সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, সর্বোচ্চ আদালতের ছয়জন বিচারপতি এইচওয়ানএনওয়ান অর্থাৎ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন।

সুপ্রিম কোর্টে ছড়াল সোয়াইন ফ্লু

সুপ্রিম কোর্টে ছড়াল সোয়াইন ফ্লু

সুপ্রিম কোর্টে ছড়িয়ে পড়েছে সোয়াইন ফ্লু। সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, সর্বোচ্চ আদালতের ছয়জন বিচারপতি এইচওয়ানএনওয়ান অর্থাৎ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে, বিচারপতি এমএম সান্তনাগৌড়াকে দিয়ে শুরু হয়েছিল। তারপর তা আক্নাত হন বিচারপতি এএস বোপান্না।

মাস্ক পরে আদালতে বিচারপতিরা

মাস্ক পরে আদালতে বিচারপতিরা

মঙ্গলবার আদালতে বিচারপতিদের মাস্ক পরে আসতে দেখা যায়। তালিকায় রয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না।

 প্রধান বিচারপতিকে অনুরোধ

প্রধান বিচারপতিকে অনুরোধ

বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি এসএ বোবদেকে অনুরোধ করেছেন, যাতে সুপ্রিম কোর্টে যাঁরা কাজ করেন, সবার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়।

বার অ্যাসোসিয়েশনের বৈঠকে আলোচনা

বার অ্যাসোসিয়েশনের বৈঠকে আলোচনা

প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট দুষ্যন্ত এ দাভের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার জন্য নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।

English summary
Six judges in the Supreme Court have tested positive for the H1N1 virus commonly called Swine flu. Justice DY Chandrachud requested CJI to issue directions for inocuation of persons working at the court.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X