পাঁচ তারা বিশিষ্ট জঞ্জাল–মুক্ত শহরের তকমা দেওয়া হল দেশের ছ’টি শহরকে
করোনা সংক্রমণের মধ্যেই দেশের ছয় শহরকে 'পাঁচ তারা যুক্ত জঞ্জালমুক্ত শহর’ ঘোষণা করা হল। মঙ্গলবার কেন্দ্রের পক্ষ থেকে এই তকমা দেওয়া হয় অম্বিকাপুর (ছত্তিশগড়), রাজকোট, সুরাত, মাইসুরু, ইন্দোর ও নবি মুম্বইকে। এই পাঁচ শহরে জঞ্জাল নেই বলেই জানিয়েছে কেন্দ্র।

কেন্দ্রীয় আবাসন ও পূর্ত মন্ত্রী হরদীপ সিং পুরি জঞ্জাল–মুক্ত শহরগুলিকে স্টার দেন। কর্নাল, দিল্লি, তিরুপতি, বিজয়ওয়াড়া, চণ্ডীগড়, ভিলাই নগর, আহমেদাবাদ এই শহরগুলি জঞ্জাল–মুক্ত তিনটি স্টার পেয়েছে। এক স্টার যুক্ত শহরগুলি হল দিল্লি ক্যান্টনমেন্ট, বদোদরা, রোহতক। তবে এই শহরগুলির মধ্যে কলকাতার নাম কোথাও নেই। মন্ত্রী জানিয়েছেন, এক তারাযুক্ত শহরগুলিকে জঞ্জাল মুক্ত শহর গড়ে তুলতে আরও পরিশ্রম করতে হবে।
শহর পরিস্কার থাকলে তবেই রোগ–জীবাণু কম ছড়াবে। প্রসঙ্গত, স্বচ্ছ ভারত মিশনের অন্তর্গত এই অভিযানটি চালানো হয়েছিল। এই অভিযানের অন্তর্গত ছিল শহরের নালা–নর্দমা পরিস্কার, প্লাস্টিক ব্যাগ বর্জন, নিয়মিত জঞ্জাল অপসারণ, নির্মাণকাজ ও কারখানার বর্জ্য সঠিক জায়গায় নিষ্পত্তি করা সহ বিভিন্ন বিষয়ের ওপর এই জঞ্জাল–মুক্ত শহরের তকমা দেওয়া হয়।
বন্ধুর পাল্লায় পড়ে নাম খারাপ গুজরাতের মুখ্যমন্ত্রীর, সামনে আনলেন ফিরহাদ হাকিম