For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একের বদলা ছয়! বিজেপিকে বার্তা দিয়ে পরিবর্তনের হাওয়ায় শক্তি বাড়াল কংগ্রেস

পরিবর্তনের হাওয়ায় একদিকে যেমন এনডিএ ছাড়ার হিড়িক পড়েছে, তেমনই কংগ্রেসে যোগদানের ভিড়ও বাড়ছে। এমনকী এই প্রবণতা থেকে বাদ যাচ্ছে না যোগী-রাজ্য উত্তরপ্রদেশও।

  • |
Google Oneindia Bengali News

ভোটের এখনও বাকি এক বছর। এখন থেকেই সরগরম দিল্লির রাজনীতি। পরিবর্তনের হাওয়ায় একদিকে যেমন এনডিএ ছাড়ার হিড়িক পড়েছে, তেমনই কংগ্রেসে যোগদানের ভিড়ও বাড়ছে। এমনকী এই প্রবণতা থেকে বাদ যাচ্ছে না যোগী-রাজ্য উত্তরপ্রদেশও। ক্রমেই হারানো জমি ফিরে পাচ্ছে রাহুল গান্ধীর কংগ্রেস।

একের বদলা ছয়! বিজেপিকে বার্তা দিয়ে পরিবর্তনের হাওয়ায় শক্তি বাড়াল কংগ্রেস

বিএসপি-র বহিষ্কৃত নেতা নাসিমুদ্দিন সিদ্দিকি-সহ ছয় প্রাক্তন মন্ত্রী দলবল নিলে যোগ দিলেন কংগ্রেসে। বৃহস্পতিবার উত্তর প্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ ও উত্তর প্রদেশ কংগ্রেসের প্রধান রাজ বব্বর দিল্লিতে তাঁদের হাতে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দেন।

বিএসপি থেকে বহিষ্কৃত হওয়ার পর রাষ্ট্রীয় বহুজন মোর্চা নামে একটি মঞ্চ গড়ে তুলেছিলেন নাসিমুদ্দিন। সেই মঞ্চ এদিন কংগ্রেসের সঙ্গে মিশে গেল। এই অ-রাজনৈতিক সংগঠনের নেতারাও কংগ্রেসের ছত্রছায়ায় এলেন এদিন। স্বভাবতই উত্তরপ্রদেশে বিএসপি ছেড়ে কংগ্রেসে যোগদানে রাহুল গান্ধীর হাত শক্ত হল।

একের বদলা ছয়! বিজেপিকে বার্তা দিয়ে পরিবর্তনের হাওয়ায় শক্তি বাড়াল কংগ্রেস

রাহুল গান্ধী মনে করেন দিল্লির ক্ষমতা কায়েম করতে হলে উত্তর প্রদেশে শক্তি বাড়ানো দরকার। উত্তর প্রদেশের অঙ্কেই ম্যাজিক ফিগারে পৌঁছনোর রাস্তা লুকনো রয়েছে। সেই লুকনো রাস্তার হদিশ পেতে বদ্ধপরিকর রাহুল গান্ধী। নাসিমুদ্দিনের কংগ্রেসে যোগদান রাহুলের সেই পরিকল্পনারই ফসল। নাসিমুদ্দিন এদিন কংগ্রেসে যোগদান করে বার্তা দিয়েছেন, তিনি দেশের ঐতিহ্যশালী পার্টির সদস্য হলেন। তিনি এজন্য নিজেকে গর্বিত মনে করছেন। তিনি এদিন রাহুল গান্ধীর সঙ্গেও দেখা করেন। বিএসপি-র প্রাক্তন মন্ত্রী ওপি সিংকে নিয়ে তিনি দেখা করেন কংগ্রেস সভাপতির সঙ্গে।

দিন সাতেক আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এআইএডিএমকে ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। তিনি এনডিএ মন্ত্রিসভারই সদস্য ছিলেন অটল বিহারী বাজপেয়ীর আমলে। তখন তিনি পিএমকে-র নেতা ছিলেন। গতবছর এআইএডিএমকে-তে যোগদানের পর এবার সরাসরি যোগ দেন বিজেপিতে। এবার উত্তর প্রদেশ শক্তি বাড়িয়ে বিজেপিকে তার জবাব দিল কংগ্রেস।

English summary
Six BSP Leaders join in Congress leaving BSP. Congress is increased in Uttar Pradesh before 2019 general Election,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X