For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে ভাঙন যোগী-রাজ্যে, লোকসভা ভোটের আগে সাংসদের যোগদান কংগ্রেসে

যোগী রাজ্যে বড় ভাঙন বিজেপিতে। ২০১৯ লোকসভা ভোটের আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন বর্তমান সাংসদ। বিজেপির সাংসদকেই এবার উত্তরপ্রদেশের এটাওয়া কেন্দ্র থেকে প্রার্থী করছে কংগ্রেস।

Google Oneindia Bengali News

যোগী রাজ্যে বড় ভাঙন বিজেপিতে। ২০১৯ লোকসভা ভোটের আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন বর্তমান সাংসদ। বিজেপির সাংসদকেই এবার উত্তরপ্রদেশের এটাওয়া কেন্দ্র থেকে প্রার্থী করছে কংগ্রেস। শুক্রবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর হাত ধরে কংগ্রেসে পদার্পণ করেন সাংসদ অশোক কুমার ধোড়ে।

যোগী-রাজ্যে বড় ভাঙন বিজেপিতে, লোকসভা ভোটের আগে সাংসদ যোগ দিলেন কংগ্রেসে

অশোক কুমার ধোড়ে ২০১৪ নির্বাচনে এই কেন্দ্র থেকেই দাঁড়িয়েছিলেন। এবং জয় পেয়েছিলেন। বিজেপির টিকিটে সাংসদ নির্বাচিত হন। তিনিই লোকসভার মুখে দল ছাড়লেন। বিজেপি ধাক্কা খেল লোকসভার আগে। বিজেপি সাংসদকেই এবার প্রার্থী করছে কংগ্রেস।
এদিনই উত্তরপ্রদেশ ও অসমের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে কংগ্রেস। এই তালিকায় রয়েছে বিজেপিত্যাগী সাংসদের নাম।

এতাওয়া কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে কংগ্রেস। এদিন রাহুল গান্ধীর উপস্থিতিতে তিনি যোগদান করেন। তাঁকে দলে স্বাগত জানান কংগ্রেস সভাপতি। উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা জোতিরাদিত্য সিন্ধিয়া।

এবার বিজেপি তাঁদের তালিকায় সাংসদ অশোক ধোড়েকে রাখেনি। তিনি এই তালিকায় বাদ পড়েই কংগ্রেসমুখো হলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। তাঁর যোগদানে উত্তরপ্রদেশে কংগ্রেস যেমন শক্তিশালী হল, তেমনই ধাক্কা খেল বিজেপি। লোকসভা ভোটের মুখে এই দলবদল তাই বিশেষ তাৎপর্যপূর্ণ।

English summary
Sitting MP Ashok Kumar Dhore joins in Congress leaving BJP. Rahul Gandhi welcomes him in Congress before Lok Sabha Election 2019,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X