For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিপিএমের সাধারণ সম্পাদক হলেন সীতারাম ইয়েচুরি

  • |
Google Oneindia Bengali News

বিশাখাপত্তনম, ১৯ এপ্রিল : সিপিএমের ২১-তম পার্টি কংগ্রেসের শেষদিনে বিশাখাপত্তনমে ঘোষিত হল দলের আগামী সাধারণ সম্পাদকের নাম। তিনবারের সম্পাদক প্রকাশ কারাতের জায়গায় আজ সর্বসম্মতিক্রমে সীতারাম ইয়েচুরি নাম ঘোষণা হল।

<strong>সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হতে চলেছেন ইয়েচুরি!</strong>সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হতে চলেছেন ইয়েচুরি!

পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ ইয়েচুরির নেতৃত্বেই নতুন দিশা পেতে চাইছে দল। গত কয়েকবছরের বাম অবক্ষয়কে সারিয়ে তুলে তিনি নতুনভাবে দলকে দিশা দেখাবেন এই ভাবনা থেকেই তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে পলিটব্যুরোতে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসাবে রাখা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেন, মহম্মদ আমিন ও ভিএস অচ্যুতানন্দনকে। এছাড়া পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় কমিটিতে চারজন প্রতিনিধি জায়গা পেয়েছেন। তাঁরা হলেন রামচন্দ্র ডোম, শ্রীদীপ ভট্টাচার্য, মিনতি ঘোষ ও অঞ্জু কর।

সিপিএমের সাধারণ সম্পাদক হলেন সীতারাম ইয়েচুরি


যদিও পার্টি কংগ্রেসের শেষদিনের আগে কাল পর্যন্তও সীতারাম বা অন্য কারও নাম নিয়ে মুখে কুলুপ এঁটেছিল দল। শীর্ষ নেতৃত্বকে কাল পর্যন্ত জিজ্ঞাসা করে কারও নাম আলাদা করে মুখে আনানো যায়নি। ইয়েচুরির সঙ্গে আর এক হেভিওয়েট নেতা এসআর প্লিল্লাই লড়াইয়ে থাকলেও সবাইকে পিছনে ফেলে সম্পাদকের চেয়ারে বসলেন ৬২ বছরের ইয়েচুরি।

কাকে দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে পার্টি মিটিংয়ে কাল পর্যন্ত আলাদাভাবে আলোচনা হয়নি। কারণ দলের অন্দরে কাল পাতলেই শোনা যাচ্ছিল, কাকে সম্পাদক করা হবে তা আগে থেকেই ঠিক করা হয়ে গিয়েছে। মিটিংয়ে বরং গত একদশকে দলের চূড়ান্ত অধঃপতন, হারানো সমর্থন পুনরুদ্ধার ও নতুন রক্ত আমদানি করতে কী প্রয়োজন তা নিয়ে জোর আলোচনা চলেছে।

English summary
Yechury set to take over as CPM general secretary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X