For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোশ্যাল মিডিয়ায় হিন্দুত্ববাদীদের প্রচারে 'বিপাকে' সীতারাম ! পাল্টা প্রচারে সিপিএম

তেলেঙ্গানায় একসঙ্গে পালিত ‘বাথুকাম্মা’ ও ‘বোনালু’ উৎসবে যোগ দিয়ে বিপাকে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি নিয়ে শুরু হয়েছে প্রচার।

  • |
Google Oneindia Bengali News

তেলেঙ্গানায় একসঙ্গে পালিত 'বাথুকাম্মা' ও 'বোনালু' উৎসবে যোগ দিয়ে বিপাকে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। রবিবার এই উৎসবে যোগ দিয়েছিলেন সীতারাম। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি নিয়ে শুরু হয়েছে প্রচার।

সোশ্যাল মিডিয়ায় হিন্দুত্ববাদীদের প্রচারে বিপাকে সীতারাম ! পাল্টা প্রচারে সিপিএম

হিন্দুত্ববাদীদের কটাক্ষে বিদ্ধ হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় দেওয়া কিছু ছবি ভুয়ো বলেও জানা গিয়েছে। তবে বিষয়টি নিয়ে সিপিএম-এর তরফে বিবৃতি জারি করা হয়েছে।

প্রতি বছর জুলাই-আগস্টে, বর্ষাকালে, বাংলা আষাঢ় মাস বা তেলেগু 'আষাঢ় মাসম্‌'-র সংক্রান্তির দিন, হায়দরাবাদ ও সেকেন্দ্রাবাদ 'যমজ শহর'-এ 'বাথুকাম্মা' ও 'বোনালু' উৎসব শুরু হয়। 'আষাঢ় যাত্রা উৎসবালু' হিসেবে এই দুই শহরের বিভিন্ন প্রান্তে এই উৎসবের আয়োজন হয়।

সিপিএম-এর তরফে জানানো হয়েছে, তেলেঙ্গানা রাজ্য তৈরি হওয়ার পর সিপিএম এবং বিভিন্ন গণসংগঠনের উদ্যোগে লিঙ্গ সমতা ও কন্যা সন্তানদের দাবিকে জোরদার করার লক্ষ্যে অন্নদাতাদের জনপ্রিয় এই উৎসবকে কেন্দ্র করে নানা কর্মসূচী নেওয়া হয়। সিপিএম-এর উদ্যোগে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, কংগ্রেস ও বিজেপি-র বিরুদ্ধে ২৮টি সামাজিক সংগঠন ও রাজনৈতিক দল জোট বেঁধে তেলেঙ্গানায় বহুজন বাম ফ্রন্ট (বি এল এফ) তৈরি হওয়ার পর পশ্চাদ্‌পদ ও অনগ্রসর অংশের মানুষের উৎসব হিসেবে একে পালন করা হচ্ছে। গত রবিবার হায়দরাবাদে বহুজন বাম ফ্রন্টের উদ্যোগে আয়োজিত এই উৎসবেই উপস্থিতি ছিলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ছিলেন জনপ্রিয় নকশালপন্থী গণশিল্পী গদ্দর (গুমাড্ডি ভিট্টল রাও), দলিতদের অধিকার সম্পর্কে সোচ্চার সমাজকর্মী ও বিশিষ্ট প্রাবন্ধিক কাঞ্চা ইলাইয়া, দলিত সংগঠক কাকি মাধব রাও সহ আরও অনেক বিশিষ্ট মানুষজন।
অনুষ্ঠানে ইয়েচুরির উপস্থিতিতে বেজায় চটেছে হিন্দুত্ববাদীরা। তাই মিথ্যে প্রচারের ফানুস উঠছে সোশ্যাল মিডিয়ায়। এমনটাই দাবি করা হয়েছে সিপিএম তরফে।
বহুজন বাম ফ্রন্ট (বি এল এফ)-এর তরফে ২০১৯সালের এপ্রিলে তেলেঙ্গানার আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের ১১৯টি বিধানসভা আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

English summary
Sitaram Yechury's presence in a programme criticised in social media, CPM gear up its campaign
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X