For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের সঙ্গে জোটে আগ্রহী সিপিএমও! ত্রিপুরায় ‘অন্য’ সমীকরণের ইঙ্গিত সীতারাম ইয়েচুরির

কংগ্রেসের সঙ্গে জোটে আগ্রহী সিপিএমও! ত্রিপুরায় ‘অন্য’ সমীকরণের ইঙ্গিত সীতারাম ইয়েচুরির

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরায় বাম-কংগ্রেস জোট প্রায় চূড়ান্ত হয়ে গেল। এর আগে ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি জোটের ইঙ্গিত দিয়েছিলেন। এবার সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি দিলেন জোট বার্তা। ফলে বাম-কংগ্রেস জোট এখন স্রেফ সময়ের অপেক্ষা। বিজেপিকে হারাতে ত্রিপুরায় এবার জোট রাজনীতি শুরুর অপেক্ষা।

বাংলার পথে হেঁটেই সিপিএম ও কংগ্রেস হাত ধরছে ত্রিপুরায়

বাংলার পথে হেঁটেই সিপিএম ও কংগ্রেস হাত ধরছে ত্রিপুরায়

বাংলায় আগেই বামফ্রন্ট ও কংগ্রেস জোট বেঁধেছিল। কিন্তু তারা তাদের জোটকে সাফল্যের শিখরে তুলে নিয়ে যেতে পারেনি। আশা জাগিয়েও তৃণমূলকে তারা মাত দিতে পারেনি ২০১৬-র বিধানসভা নির্বাচনে। তারপর তারা হারিয়ে গিয়েছেন। কিন্তু ফের বাংলার পথে হেঁটেই সিপিএম ও কংগ্রেস হাত ধরছে ত্রিপুরায়।

সাম্প্রদায়িক রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে জোট চাই

সাম্প্রদায়িক রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে জোট চাই

বুধবার ত্রিপুরার রাজধানী আগরতায় সিপিএমের কার্যালয়ে সংবাদিক বৈঠক করেন সাধারণ সম্দাক সীতারাম ইয়েচুরি। সেই বৈঠকে ইয়েচুরি অঙ্গিত দেন ত্রিপুরায় সিপিএম ও কংগ্রেস এক হয়ে লড়তে পারে আসন্ন বিধানসভা নির্বাচন। তিনি বলেন, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে সবাইকে জোট বাঁধতে হবে।

বিজেপিতে হারাতে যা যা দরকার, সবকিছুই করব: ইয়েচুরি

বিজেপিতে হারাতে যা যা দরকার, সবকিছুই করব: ইয়েচুরি

তিনি তাঁর কথায় বুঝিয়ে দেন, সিপিএম-কংগ্রেস বা বাম-কংগ্রেস জোটে তাঁরা চাইছেন টিপ্রামথাকেও। যাতে টিপ্রাকে রেখে এই জোট হতে পারে তার চেষ্টা করছেন তিনি। কংগ্রেসও উৎসাহী টিপ্রাকে নিয়ে জোট করতে। সীতারাম এদিন বলেন, বিজেপিতে হারাতে যা যা দরকার, সবকিছুই করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে।

কংগ্রেস ও সিপিএম উভয়পক্ষই যা চাইছে জোট করতে

কংগ্রেস ও সিপিএম উভয়পক্ষই যা চাইছে জোট করতে

সীতারাম এদিন বুঝিয়ে দিয়েছেন, কংগ্রেসের হাত ধরতে তাদের কোনও আপত্তি নেই। আপত্তি নেই টিপ্রার সঙ্গে চলতেও। আর আসনরফা করেই তারা লড়তে চান। ভোটের আগে আসনরফা হবে। কংগ্রেস ও সিপিএম উভয়পক্ষই চাইছে তাঁদের জোটে টিপ্রাকে রাখতে। টিপ্রা এবার গুরুত্বপূর্ণ ত্রিপুরার রাজনীতিতে।

ত্রিপুরায় কংগ্রেস ও সিপিএম জোট করে লড়ার ব্যাপারে আগ্রহী

ত্রিপুরায় কংগ্রেস ও সিপিএম জোট করে লড়ার ব্যাপারে আগ্রহী

ত্রিপুরা বিধানসভা নির্বাচন আসন্ন। ফেব্রুয়ারির মধ্যেই ত্রিপুরায় নির্বাচন হওয়ার কথা। নির্বাচন কমিশন যে কোনও দিন ঘোষণা করে দিতে পারে ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে এবার ত্রিপুরায় কংগ্রেস ও সিপিএম জোট করে লড়ার ব্যাপারে আগ্রহী হয়েছে। সেই জোটে টিপ্রাকেও শামিল করার পক্ষপাতী তারা।

বিজেপির বিরুদ্ধে সিপিএমের সঙ্গে জোট চাইছে কংগ্রেস হাইকম্যান্ড

বিজেপির বিরুদ্ধে সিপিএমের সঙ্গে জোট চাইছে কংগ্রেস হাইকম্যান্ড

সম্প্রতি ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত এআইসিসি প্রতিনিধি দীপা দাশমুন্সি সিপিএমের সঙ্গে জোট করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। কংগ্রেস হাইকম্যান্ড চাইছে বিজেপির বিরুদ্ধে সিপিএমের সঙ্গে জোট করে ত্রিপুরায় লড়াই করতে। সেই বার্তা যেমন দীপা দাশমুন্সি দিয়েছেন, সম্প্রতি কংগ্রেসে ঘরওয়াপসির পর ত্রিপুরার অন্যতম প্রধান নেতা সুদীপ রায় বর্মনও তা জানিয়েছেন।

কংগ্রেসের একাংশ একা লড়ার পক্ষপাতী ছিলেন, কিন্তু...

কংগ্রেসের একাংশ একা লড়ার পক্ষপাতী ছিলেন, কিন্তু...

কিন্তু কংগ্রসের একাংশ দ্বিধাবিভক্ত ছিল সিপিএমের সঙ্গো জোটের ব্যাপারে। কারণ এতদিন সিপিএমের সঙ্গেই তাঁদের আদর্শগত লড়াই ছিল। সিপিএম শাসনের অবসান ঘটাতে গত নির্বাচনেও তাঁরা লড়েছিলেন। এই অবস্থায় কংগ্রেসের একাংশ একা লড়ার পক্ষপাতী। কিন্তু কংগ্রেস হাইকম্যান্ড এবং প্রদেশ কংগ্রেসের সিংহভাগ মনে করছে, বিজেপিকে হারাতে হলে সিপিএমের সঙ্গে জোট করে লড়াই শ্রেয়। বিরোধী ভোট ভাগ করা যাবে না। প্রকারান্তরে কংগ্রেস চাইছে টিপ্রাকেও তাঁদের জোটে শামিল করতে।

সীতারাম ইয়েচুরি রাজ্যে এসে বৈঠকের পর সিপিএমের অবস্থান

সীতারাম ইয়েচুরি রাজ্যে এসে বৈঠকের পর সিপিএমের অবস্থান

কংগ্রেসের সঙ্গে জোটকে চূড়ান্ত করতে সিপিএমও তৎপর। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এদিন রাজ্যে এসে রাজ্য কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেন। তারপর জোটের ব্যাপারে একপ্রকার সিদ্ধান্ত গ্রহণ করেন। উল্লেখ্য, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও জোটের পক্ষে। তিনিও জোটের বিরোধিতা করেননি।

'বিশ্বের অর্থনীতিতে ভারত উজ্জ্বল একটি জায়গায় রয়েছে', IMF-এর কথা মনে করালেন প্রধানমন্ত্রী মোদী 'বিশ্বের অর্থনীতিতে ভারত উজ্জ্বল একটি জায়গায় রয়েছে', IMF-এর কথা মনে করালেন প্রধানমন্ত্রী মোদী

English summary
SitaRam Yechury indicates alliance with Congress and CPM in Tripura Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X