তৃণমূলের সুরেই বামেরাও 'পাওরি' ট্রেন্ডে বিজেপিকে আক্রমণ শানাচ্ছে, এবার প্রসঙ্গ স্টেডিয়াম
কয়েকদিন আগে জনপ্রিয় 'পাওরি' ট্রেন্ড ধরে বিজেপির দিকে নিশানা তাক করেছিল তৃণমূল। একপর সেই ট্রেন্ড ধরেই বিজেপিকে বিঁধলেন সিপিআইএমের সাধারণ সম্পাদ সীতারামন ইয়েচুরি।

মোতেরার নাম বদল ও সিপিএম
এদিন সিপিঅনের নেতা সীতারাম ইয়েচুরি গুদরাতের মোতেরা স্টেডিয়ামের নাম বদল প্রসঙ্গে একটি টুইট করেন। সেই টুইটে খোঁচার নিশানায় ছিল মোদী সরকার। 'পাওরি' গানের সুরে ছন্দ মিলিয়ে তিনি মোদীর নামে নামাঙ্কিত স্টেডিয়ামে রিলায়েন্স এবং আদানি এন্ড নিয়ে বক্তব্য রাখেন।

পাওরি ট্রেন্ডে সীতারাম
সীতারামন ইয়েচুরি লেখেন,'এটা নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এর দুটি এন্ড আছে। আর এখানে ক্রোনিদের পাওরি হচ্ছে '। মূলত গান 'পাওরি' র সপরে সুর মিলিয়ে সীতারাম ইয়েচুরি বলতে চাইছেন আদানি, আম্বানি ও মোদী ঘনিষ্ঠ বন্ধু। আর তার জেরেই মোদীর নামঙ্কিত স্টেডিয়ামে দুই গোষ্ঠীর নামে রয়েছে 'প্রান্ত'।

তৃণমূল ও পাওরি ট্রেন্ড
এর আগে, এক টুইটে তৃণমূলের তরফে এক ফাঁকা মাঠে শূন্য চেয়ারের মাঝে বিজেপির সভার ছবি পোস্ট করেছে। সেখানে লেখা হয়েছে, 'ইয়ে বিজেপি হ্য়ায়, ইয়ে উনকি জসবা হ্যায়.. অউর ইহা ইনকি পাওরি হো ব়্যাহি হ্যায়।'

'পাওরি' ট্রেন্ড আসলে কী?
সারা দেশে এই মূহূর্তে ভাইরাল 'পাওরি' ট্রেন্ড। অনেকেই ভাবতে পারেন যে 'পাওরি' কথাটি মূলত কী? তাহলে জানিয়ে রাখা দরকার
'পার্টি' কথাটাকে এভাবে উচ্চারণ করে 'পাওরি' করা হয়েছে। আর সেই শব্দকে ব্যাবহার করে বিজেপিকে তুমুল ব্যাঙ্গ করে তৃণমূল এই পোস্টটি করে। যেখানে মূলত বলা হয়েছে, ফাঁকা মাঠে লোকহীন জনসভায় বিজেপি 'পার্টি' (হইচই) এর মেজাজে আছে।
লাদাখের প্যানগংয়ে চিনকে জবাবি স্ট্র্যাটেজির নেপথ্যে কি অজিত ডোভাল! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে