For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি দাঙ্গার চার্জশিটে সীতারাম ইয়েচুরি-যোগেন্দ্র যাদব-জয়তী ঘোষের নাম! প্রতিবাদ

দিল্লি দাঙ্গার চার্জশিটে যোগেন্দ্র যাদব এবং সীতারাম ইয়েচুরির নাম অন্তর্ভুক্ত করল দিল্লি পুলিশ। সিপিএমের সাধারণ সম্পাদক এবং স্বরাজ অভিযানের নেতা ছাড়াও দিল্লি পুলিশ অর্থনীতিবিদ জয়তী ঘোষের নাম রেখেছে।

  • |
Google Oneindia Bengali News

দিল্লি দাঙ্গার চার্জশিটে যোগেন্দ্র যাদব এবং সীতারাম ইয়েচুরির নাম অন্তর্ভুক্ত করল দিল্লি পুলিশ। সিপিএমের সাধারণ সম্পাদক এবং স্বরাজ অভিযানের নেতা ছাড়াও দিল্লি পুলিশ অর্থনীতিবিদ জয়তী ঘোষের নাম রেখেছে দিল্লি দাঙ্গার চার্জশিটে। চার্জশিটে রাখা হয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কর্মী অপুর্বানন্দ এবং তথ্যচিত্রের চিত্রনির্মাতা রাহুল রায়ের নামও।

দিল্লি দাঙ্গার চার্জশিটে ইয়েচুরি-যাদব-জয়তীর নাম

দিল্লি পুলিশ উল্লেখ করেছে যে, এই ব্যক্তিরা সিএএবিরোধী বিক্ষোভকারীদের উসকানি দিয়েছিলেন। পুলিশের আরও দাবি, এই ব্যক্তিরা সিএএ বা এনআরসি-কে মুসলিম বিরোধী নামে অভিহিত করেন। এবং ভারত সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিক্ষোভে উসকানি দিয়েছিলেন।

দিল্লি দাঙ্গা মামলায় পুলিশ দায়ের করা অভিযোগপত্রে উল্লেখ করেছে, ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে দিল্লির উত্তর-পূর্বাঞ্চলীয় জেলায় সংঘর্ষে ৫৩ জন নিহত হন এবং ৫৮১ জন আহত হন। এদের মধ্যে ৯৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। দিল্লি পুলিশ জানায়, সীতারাম ইয়েচুরি, যোগেন্দ্র যাদব, জয়তী ঘোষ, অপূর্বানন্দ এবং রাহুল রায়কে অভিযুক্ত করা হয়েছে দেবাঙ্গনা কলিতা, নাতাশা নারওয়াল এবং গল্ফিশা ফাতিমার স্বীকারোক্তির ভিত্তিতে।

কালিটা ও নারওয়াল জেএনইউর ছাত্র এবং ওমেন কালেক্টিভ পিঞ্জরা টোডের সদস্য, ফাতিমা জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্রী। জাফরাবাদে হিংসার ঘটনায় তিন শিক্ষার্থীকে গ্রেফতচার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। দিল্লি পুলিশের বিশেষ পুলিশ কমিশনার (ক্রাইম) প্রবীণ রঞ্জন বলেন, কেবল চার্জশিটের প্রকাশে তাদের নাম উঠে এসেছে।

সীতারাম ইয়েচুরি টুইটারে একটি পোস্টে বলেছিলেন, "দিল্লি পুলিশ কেন্দ্র এবং স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রয়েছে। বিজেপির শীর্ষ নেতৃত্বের অঙ্গুলিহেলনে নোংরা রাজনীতি করছে, এটা বিজেপির রাজনীতির প্রত্যক্ষ পরিণতি। বিরোধী দলকে লক্ষ্য করে রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করছে।

তিনি আরও বলেন, "বিজেপি ভীতি প্রদর্শন করে মানুষকে সিএএ-এর মতো বৈষম্যমূলক আইনের বিরোধিতা থেকে বিরত রাখতে পারবে না। সমস্ত ভারতীয় যে তাদের ধর্ম, বর্ণ, অঞ্চল, লিঙ্গ এবং রাজনৈতিক সম্পর্ক নির্বিশেষে সমান, তা বুঝিয়ে দেবে। ভারতবাসী বুঝিয়ে দেবে ভারতের সার্বভৌমত্ব রক্ষা করা শুধু আমাদের অধিকার নয়, আমাদের দায়িত্বও। আমরা তা করবই।

English summary
Sitaram Yechury and Jogendra Yadav are included by Delhi Police in charge-sheet of Delhi riots case.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X