For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রের বিরোধিতা সত্ত্বেও সীতারাম ইয়েচুরিকে কাশ্মীরে যাওয়ার সম্মতি সুপ্রিম কোর্টের

কাশ্মীরে যেতে চেয়ে দুইবার বাধাপ্রাপ্ত হয়েছিলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীরে যেতে চেয়ে দুইবার বাধাপ্রাপ্ত হয়েছিলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। শুধু তিনি নন, বিরোধী দলের কাউকেই কাশ্মীরে ঢুকতে দেয়নি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। তার পরই কাশ্মীরে ঢুকতে চেয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন ইয়েচুরি।

সম্মতি শীর্ষ আদালতের

সম্মতি শীর্ষ আদালতের

তারই এদিন সম্মতি দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি মহম্মদ আলি নামে এক আবেদনকারীকে কাশ্মীরে নিজের পরিবারের কাছে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনকে নিরাপত্তার ব্যবস্থা করতেও বলা হয়েছে।

ইয়েচুরিকে বাধা

ইয়েচুরিকে বাধা

এর আগে সীতারাম ইয়েচুরি সিপিএম নেতা মহম্মদ ইউসুফকে দেখতে শ্রীনগর যেতে চেয়েছিলেন। তবে বিমাবন্দরে নামলেও শ্রীনগরের শহরের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি ইয়েচুরিদের। দিল্লি ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এই প্রসঙ্গেই আদালত এদিন অনুমতি দিয়েছে।

বিচারপতি গগৈ-এর সম্মতি

বিচারপতি গগৈ-এর সম্মতি

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছেন, আমরা আপনাকে যাওয়ার অনুমতি দেব। আপনি বন্ধুর সঙ্গে দেখা করতে চাইছেন। এ দেশের একজন নাগরিক বন্ধুর সঙ্গে দেখা করতে চাইছে, এতে অসুবিধা কোথায়?

কেন্দ্রের আপত্তি

কেন্দ্রের আপত্তি

কেন্দ্র আপত্তি জানিয়ে বলেছিল, সীতারাম ইয়েচুরি রাজনৈতিক কারণে কাশ্মীরি দিতে চাইছেন। তিনি যাকে দেখতে চাইছেন, সেই সিপিএম নেতা মহম্মদ ইউসুফ জেড ক্যাটেগরির নিরাপত্তার মধ্যে রয়েছেন। তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলছে। ইয়েচুরি এর মধ্যে কাশ্মীরে গেলে পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে বলে কেন্দ্র সুপ্রিম কোর্টে দাবি জানিয়েছিল। তবে সেই দাবি খারিজ করে দিয়েছে কাশ্মীর যাওয়ার অনুমতি দিয়েছেন শীর্ষ আদালত

[আরও পড়ুন: কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের আইনি বৈধতা নিয়ে শুনানি অক্টোবরে, জানাল সুপ্রিম কোর্ট][আরও পড়ুন: কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের আইনি বৈধতা নিয়ে শুনানি অক্টোবরে, জানাল সুপ্রিম কোর্ট]

English summary
Sitaram Yechury allowed to visit Kashmir, ruled Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X