For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গৌরী লঙ্কেশকে খুনের পরিকল্পনা হয়েছিল পাঁচ বছর ধরে, উঠে এল চাঞ্চল্যকর রিপোর্ট

কর্ণাটকের সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যা মামলায় বিশেষ তদন্তকারী দল তথা সিটের তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটকের সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যা মামলায় বিশেষ তদন্তকারী দল তথা সিটের তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। এদিন অতিরিক্ত চার্জশিট পেশ করে সিট বেঙ্গালুরু আদালতে জানাল, সনাতন সংস্থা বহুদিন ধরেই গৌরী লঙ্কেশের ওপরে নজর রেখেছিল।

গৌরী লঙ্কেশকে খুনের পরিকল্পনা হয়েছিল পাঁচ বছর ধরে

এদিন আদালতে ৯ হাজার ২৩৫ পাতার চার্জশিট পেশ করে তদন্তকারী দলের আধিকারিকেরা। তাতে উল্লেখ করা হয়েছে, গত পাঁচ বছর ধরে গৌরী লঙ্কেশকে খুনের চক্রান্ত হয়েছিল। সেজন্যই নজর রাখা হচ্ছিল। হত্যাকারী ও নিহত গৌরীর মধ্যে কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল না। আদর্শগত পার্থক্যের কারণেই এভাবে গৌরী লঙ্কেশকে খুন করা হয়েছে।

খুনিদের আর গৌরী লঙ্কেশের বিশ্বাস, আদর্শ আলাদা ছিল। যার জেরে তাঁকে প্রাণ দিতে হয়েছে। এদিন আদালতে সরকারি আইনজীবী এভাবেই গৌরী লঙ্কেশ হত্যাকে ব্যাখ্যা করেন।

প্রসঙ্গত, গত বছরের ৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে বাড়ির দরজায় আততায়ীদের হাতে খুন হন গৌরী লঙ্কেশ। বাইকে চেপে এসে গৌরীকে খুন করে তারা পালিয়ে যায়। গৌরী গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকছিলেন। তখনই তাকে হত্যা করা হয়।

English summary
SIT files additional chargesheet in Gauri Lankesh murder case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X