For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান সহ ১২৪টি দেশের সঙ্গীতশিল্পী গাইলেন গান্ধীজির পছন্দের 'ভজন', দেখুন ভিডিও

মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে অভিনব পরিকল্পনা করেছে কেন্দ্র সরকার।

  • |
Google Oneindia Bengali News

মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে অভিনব পরিকল্পনা করেছে কেন্দ্র সরকার। আগামী একবছর দেশের নানা প্রান্তে গান্ধীজিকে নিয়ে নানা অনুষ্ঠান হবে। কারণ ২০১৯ সালই হল গান্ধীজির জন্মের সার্ধশতবর্ষ।

১২৪টি দেশের সঙ্গীতশিল্পী গাইলেন গান্ধীজির পছন্দের ভজন

তার আগে এবছর থেকেই শুরু হয়ে গেল নানা উদ্যোগ। কেন্দ্রের উদ্যোগে ১২৪টি দেশের সঙ্গীতশিল্পীরা গাইলেন মহাত্মার পছন্দের ভক্তিমূলক ভজন 'বৈষ্ণব জন তো'। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বিভিন্ন দেশের শিল্পীদের গাওয়া ভজনের সুরেলা অংশ প্রকাশ করলেন।

বিদেশমন্ত্রকের সোশ্যাল মিডিয়ায় এই ভজনের ভিডিও দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানে এই ভজন সামনে আনা হয়েছে বলে বিদেশমন্ত্রক জানিয়েছে।

ভিডিও প্রকাশের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী।

এই ভজনের কথা ১৫ শতকে কবি নরসীমা মেহতা লেখেন। এবং এই ভজন গান্ধীজির অন্যতম প্রিয় ছিল। প্রতিদিন সকালের প্রার্থনায় তিনি এটি গাইতেন।

এই ভিডিওয় আর্মেনিয়া থেকে অ্যাঙ্গোলা, শ্রীলঙ্কা থেকে সার্বিয়া, ইরাক থেকে আইসল্যান্ড এমনকী পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শফকত আমানত আলিও গলা মিলিয়েছেন।

English summary
Singers from 124 countries including Pakistan sing Mahatma Gandhi's favourite bhajan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X