For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক্সিট পোলের ফল মেলে না! কার্যত মমতাদের পাশেই উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া

বুথ ফেরত সমীক্ষাকে কার্যত কোনও আমলই দিলেন না উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। তিনি এই সমীক্ষা নিয়ে মজাও করেন।

Google Oneindia Bengali News

বুথ ফেরত সমীক্ষাকে কার্যত কোনও আমলই দিলেন না উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। তিনি এই সমীক্ষা নিয়ে মজাও করেন। বলেন, 'এক্সিট পোল এক্সাক্ট পোল নয়'। তাঁরা সেটা ভাল করেই জানেন। ১৯৯৯ সাল থেকে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা ভুল বলে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এক্সিট পোলের ফল! কার্যত মমতাদের পাশেই উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া

বর্তমানের সাধারণ নির্বাচন প্রসঙ্গে বেঙ্কাইয়া বলেন, প্রত্যেক দলই জয় নিয়ে আশাবাদী। প্রত্যেকেই ২৩ মে পর্যন্ত তাদের নিজেদের বিশ্বাস দেখিয়ে যাবে। তাই আমাদের সবাইকে ২৩ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি।

দেশ এবং রাজ্যে দরকার সক্ষম নেতা এবং স্থায়ী সরকার, তা যেরকমই হোক। মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি। সমাজে পরিবর্তন আনতে রাজনৈতিক দলগুলি ছেতেই করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। উপরাষ্ট্রপতি বলেন, রাজনীতিতে কেউ শত্রু নন, শুধুমাত্র বিরোধী। এটাই অনেকে ভুলে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

দেশে সংসদ কিংবা বিধানসভায় নির্বাচিত প্রতিনিধিদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এর প্রভাব পঞ্চায়েত কিংবা পুরসভাগুলিতেও পড়ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

প্রসঙ্গত রবিবার বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে চন্দ্রবাবু নাইডু। রাজ্যে ২০১৬-কে বুথ ফেরত সমীক্ষার ফল যে মেলেনি তারও উল্লেখ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
Since 1999, most of the exit polls have gone wrong, says Vice-President Venkaiah Naidu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X