For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৬/১১: গোায়েন্দাদের চালান করা সিমকার্ডই মুখোশ খুলেছিল পাকিস্তানের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

আজমল কাসভ
মুম্বই, ২৭ নভেম্বর: মুম্বই হামলার আগে এ দেশ থেকে একগাদা সিমকার্ড জোগাড় করেছিল লস্কর-ই-তইবা। গোয়েন্দারা তা আগেভাগে জানতে পেরে নিজেদের কিছু সিমকার্ড তাতে চুপিচুপি ঢুকিয়ে দেন। এর ফলে সীমান্তের এপারে বসে জঙ্গিদের ফন্দি সম্পর্কে আঁচ পাওয়া গিয়েছিল। পাকিস্তান এক্ষেত্রে কতটা ন্যক্কারজনক ভূমিকা পালন করেছিল, তা-ও জানা যায় মূলত গোয়েন্দাদের চালান করা সিমকার্ডগুলির মারফত। সম্প্রতি ইনটেলিজেন্স ব্য়ুরো (আইবি) সূত্রেই এ খবর জানা গিয়েছে।

লস্কর-ই-তৈবার উদ্দেশ্য ছিল, ভারতে যে লিঙ্কম্যানরা রয়েছে, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা। পাকিস্তানের সিমকার্ড ব্যবহার করে এ দেশে ফোন করলে সহজে ধরে পড়ে যেত তারা। তাই এই পন্থা নেওয়া হয়। ওই সিমকার্ডগুলি ব্যবহার করে বহুবার মুম্বই, দিল্লিতে ফোন করা হয়েছিল বলে জানিয়েছে আইবি।

করাচি বন্দর থেকে ট্রলারে চেপে আজমল কাসভরা যখন এ দেশে আসছিল, তখন কিছু সিমকার্ড সমুদ্রে ফেলে দেওয়া হয়। আর কিছু রেখে দেওয়া হয় এ দেশে এসে ব্যবহার করার জন্য। তেমনই একটি নম্বর হল, ৯৯১০৭১৯৪২৪। এয়ারটেলের নম্বর। এই নম্বরটি ব্যবহার করেছিল আজমল কাসভ নিজে। মুম্বইয়ে পা দিয়ে করাচিতে লস্কর জঙ্গি ইসমাইল ভাইয়ের সঙ্গে কথা বলেছিল সে। ওই নম্বরে যেমন যেমন নির্দেশ পাঠানো হয়েছিল, তেমনভাবে কাজ করেছিল কাসভ।

পাকিস্তান দাবি করেছিল, তারা এ ব্যাপারে কিছু জানে না। কিন্তু, ওই সিমকার্ডগুলির সূত্র ধরেই ভারত আন্তর্জাতিক মহলে পাকিস্তানের মুখোশ খুলে দিতে সক্ষম হয়েছে বলে দাবি গোয়েন্দাদের।

English summary
SIMs planted by IB helped nail Pakistan's role in 26/11
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X