For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনার পর রুপোর দামেও ছ্যাঁকা ! কত বাড়ল দাম

সোনার পর রুপোর দামেও ছ্যাঁকা! কত বাড়ল দাম

  • |
Google Oneindia Bengali News

একদিনের মাথায় লাফিয়ে বাড়ল রুপোর দাম। সোনার পর এবার রুপোলী ধাতুর দামেও লাগল দামের ছ্যাঁকা। প্রতি কেজি রুপোয় ২০০০ টাকা বেড়ে ৪৫ হাজার টাকা দাম দাঁড়াল। অল ইন্ডিয়া সারাপা অ্যাসোসিয়েশনের তরফে একথা জানানো হয়েছে।

একদিনের মাথায় লাফিয়ে বাড়ল রুপোর দাম। সোনার পর এবার রুপোলী ধাতুর দামেও লাগল দামের ছ্যাঁকা। প্রতি কেজি রুপোয় ২০০০ টাকা বেড়ে ৪৫ হাজার টাকা দাম দাঁড়াল। অল ইন্ডিয়া সারাপা অ্যাসোসিয়েশনের তরফে একথা জানানো হয়েছে। গত মে মাসের পর থেকে সোনার দাম রেকর্ড বাড়তে শুরু করেছে। এবার সেই সোনার রাস্তাতে হেঁটে বহুমূল্য হতে চলেছে রুপোও। একদিনের মাথায় প্রতি কেজিতে ২০০০ টাকা বাড়লেও, রুপোর দাম সপ্তাহের নিরিখে কেজি প্রতি বেড়েছে ৯৫৬ টাকা। বেশ কয়েকদিন ধরেই রুপোর কয়েন ঘিরে চাহিদা ছিল তুঙ্গে। ১০০ টি রুপোর কয়েন কেনার সময় দাম পড়েছে ৮৯০০০ টাকা। ওই একই সংখ্যক রুপোর কয়েনের বিক্রয়মূল্য ছিল ৯০০০০ টাকা। প্রসঙ্গত,অগাস্ট মাসে ২৪ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম গিয়ে দাঁড়িয়েছে ৩৮,৪৬৬.০০ হাজার টাকায়। ২০১৮ সালের নিরিখে যে দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে। ক্রমেই দিনে দিনে বাড়ছে সোনার দাম। কিন্তু কেন এভাবে লাফিয়ে বাড়ছে সোনালী এই দামী ধাতুর দাম? যার জবাবে মার্কিন-চিন বাজারের যুদ্ধ একটি বড় ভূমিকা পালন করছে বলে মনে করা হচ্ছে।

গত মে মাসের পর থেকে সোনার দাম রেকর্ড বাড়তে শুরু করেছে। এবার সেই সোনার রাস্তাতে হেঁটে বহুমূল্য হতে চলেছে রুপোও। একদিনের মাথায় প্রতি কেজিতে ২০০০ টাকা বাড়লেও, রুপোর দাম সপ্তাহের নিরিখে কেজি প্রতি বেড়েছে ৯৫৬ টাকা। বেশ কয়েকদিন ধরেই রুপোর কয়েন ঘিরে চাহিদা ছিল তুঙ্গে। ১০০ টি রুপোর কয়েন কেনার সময় দাম পড়েছে ৮৯০০০ টাকা। ওই একই সংখ্যক রুপোর কয়েনের বিক্রয়মূল্য ছিল ৯০০০০ টাকা।

প্রসঙ্গত,অগাস্ট মাসে ২৪ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম গিয়ে দাঁড়িয়েছে ৩৮,৪৬৬.০০ হাজার টাকায়। ২০১৮ সালের নিরিখে যে দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে। ক্রমেই দিনে দিনে বাড়ছে সোনার দাম। কিন্তু কেন এভাবে লাফিয়ে বাড়ছে সোনালী এই দামী ধাতুর দাম? যার জবাবে মার্কিন-চিন বাজারের যুদ্ধ একটি বড় ভূমিকা পালন করছে বলে মনে করা হচ্ছে।

English summary
Silver prices rise to record high in India . Silver prices surged 2,000 rupees in a single day.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X