For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার বিতর্ক ভগত সিংয়ের মূর্তিতে প্রিয়ঙ্কার মাল্যদান ঘিরে! প্রতিকৃতি 'শুদ্ধিকরণে' নামল শিখ সম্প্রদায়

১৯৮৪ সালের শিখ দাঙ্গা নিয়ে কিছুদিন আগেই কংগ্রেসের স্যা্ম পিত্রোদার 'হুয়া তো হুয়া' মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়।

  • |
Google Oneindia Bengali News

১৯৮৪ সালের শিখ দাঙ্গা নিয়ে কিছুদিন আগেই কংগ্রেসের স্যা্ম পিত্রোদার 'হুয়া তো হুয়া' মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়। ভোটের আসরে কংগ্রেস নেতার এমন মন্তব্যে খানিকটা ব্যাকফুটে চলে যায় রাহুল শিবির। এবার প্রিয়ঙ্কা গান্ধীর প্রচারের সময় ভগত সিংয়-এর মূর্তিতে মাল্যদান প্রসঙ্গে ফের একবার শিখদাঙ্গা ইস্যু উস্কে গিয়েছে।

এবার বিতর্ক ভগত সিংয়ের মূর্তিতে প্রিয়ঙ্কার মাল্যদান ঘিরে! প্রতিকৃতি শুদ্ধিকরণে নামল শিখ সম্প্রদায়


উল্লেখ্য, ইন্দোরে চলছিল কংগ্রেসের রোড শো। সেখানে তারকা প্রচারক হিসাবে ছিলেন প্রিয়ঙ্কা গান্ধী। এদিন রোড শোর মাঝে প্রিয়ঙ্কা ভগত সিং এ র মূর্তিতে মাল্যদান করেন। আর তাতে প্রতিবাদে মুখ হয়ে ওঠেন শিখ সম্প্রদায়ের কয়েকজন। তাঁদের দাবি, কংগ্রেসের রাজনৈতিক অবস্থানের প্রেক্ষিতে ভগত সিং এর মূর্তিতে প্রিয়ঙ্কা গান্ধীর মাল্যদান মেনে নিচ্ছে না শিখ সম্প্রদায়। আর সেজন্যই ভগত সিং এর মূর্তি 'শুদ্ধিকরণ' করার আয়োজন করেন সম্প্রদায়ের কয়েকজন।

ইন্দোরে প্রিয়ঙ্কার রোড শোর পরই ভগত সিংএর মূর্তিতে দুধ ও পবিত্র জল দিয়ে তা শুদ্ধিকরণ করা হয়। প্রতিবাদীদের দাবি, এই জল অমৃতসর থেকে আনিয়ে নিয়ে শুদ্ধিকরণ করা হয়েছে।

English summary
Sikhs 'purify' Shaheed Bhagat Singh statue after Priyanka Gandhi Vadra pays floral tribute in Indore.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X