For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাবলিঘি জামাতের পর পাঞ্জাবে নতুন আতঙ্কের সৃষ্টি করলেন মহারাষ্ট্র থেকে ফেরা শিখ পুণ্যার্থীরা

তাবলিঘি জামাতের পর পাঞ্জাবে নতুন আতঙ্কের সৃষ্টি করলেন মহারাষ্ট্র থেকে ফেরা শিখ পুণ্যার্থীরা

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস দেশে বেড়ে যাওয়ার পেছনে অনেকেই মনে করছেন যে এর জন্য দায়ি তাবলিঘি জামাতের ধর্মীয় সমাবেশ। এবার সেই তালিকায় নতুন করে যোগ করা হল শিখ পুণ্যার্থীদের নাম। পাঞ্জাবে এই শিখ পুণ্যার্থী নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে। বৃহস্পতিবার পাঞ্জাবে নতুন করে ১৬৭ টি করোনা সংক্রমণের কেস পাওয়া গিয়েছে।

১৪৮ জন পজিটিভ করোনা সংক্রমিত

১৪৮ জন পজিটিভ করোনা সংক্রমিত

মোট ৫৪২ জন করোনা সংক্রমণের মধ্যে ১৪৮ জনই শিখ পুণ্যার্থী, যাঁরা মহারাষ্ট্রের নন্দেদ থেকে ফিরেছেন। ১৪৮ জন পুণ্যার্থীদের মধে ৭৬ জন পজিটিভ কেস রয়েছে অমৃতসরে, লুধিয়ানাতে রয়েছে ৩৮ ও মোহালিতে রয়েছে ১০ জন পজিটিভ কেস। গত তিনদিন ধরে নন্দেদ থেকে মোট ৩,৫০০ জন পুণ্যার্থী পাঞ্জাবে পৌঁছেছেন। নতুন এই বিষয়ের জন্য প্রিয় পাঞ্জাবকে মূল্য দিতে হতে পারে।

নন্দেদে আটকে ৩,৭০০ জন পুণ্যার্থী

নন্দেদে আটকে ৩,৭০০ জন পুণ্যার্থী

রিপোর্ট থেকে জানা গিয়েছে যে প্রায় ৩,৭০০ জন শিখ পুণ্যার্থী নন্দেদের হাজুর সাহিব গুরুদ্বারে আটকে রয়েছেন। যদিও সরকারি রিপোর্টের দাবি ৩,৫০০ জন পাঞ্জাবে পৌঁছে গিয়েছেন এবং তাঁদের বিভিন্ন জায়গায় কোয়ারান্টাইনে রাখা হয়েছে। রাজ্য সরকার তাঁদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য ৮০টি বাসের বন্দোবস্ত করেছিল।

শিখ পুণ্যার্থীদের স্ক্রিনড করা হয়নি

শিখ পুণ্যার্থীদের স্ক্রিনড করা হয়নি

সূত্রের খবর, ২৬ এপ্রিলের আগেই একশো জন শিখ পুণ্যার্থী পাঞ্জাবে ফিরে আসেন। তাঁদের চেকপয়েন্টে আটকানো হয়নি বা স্ক্রিনড করা হয়নি। সুরক্ষা এজেন্সিদের মতে, পাঞ্জাবি ফিরে এসেছে শিখ পুর্ণ্যার্থীদের সংখ্যা ২০০। তাঁরা ব্যক্তিগত গাড়ি করে পাঞ্জাবে ফেরে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাঁদের সনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদের হোম কোয়ারান্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। শুক্রবার পর্যন্ত পাঞ্জাবে ৩৫৭টি কোভিড-১৯-এর নিশ্চিত কেস পাওয়া গিয়েছে যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯০ জন ও মারা গিয়েছে ১৯ জন।

প্রতীকী ছবি

গুগল স্টোরে 'নকল' আরোগ্য সেতু অ্যাপ! জওয়ানদের সতর্ক করে কী নির্দেশিকা জারি সেনার?গুগল স্টোরে 'নকল' আরোগ্য সেতু অ্যাপ! জওয়ানদের সতর্ক করে কী নির্দেশিকা জারি সেনার?

English summary
A total 3,500 pilgrims reached Punjab from Nanded during past three days — a development that may cost dear to Punjab,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X