For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদেশমন্ত্রক জবাব না দিলে অনুমতি ছাড়াই পাকিস্তানে যাব, হুমকি দিলেন সিধু

বিদেশমন্ত্রক জবাব না দিলে অনুমতি ছাড়াই পাকিস্তানে যাব, হুমকি দিলেন সিধু

Google Oneindia Bengali News

পাকিস্তানে ইমরান খানের নিমন্ত্রণ রক্ষা করতে যেতে মরিয়া পাঞ্জাবের কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী নভজ্যোত সিং সিধু। তিনি রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্করকে ফের চিঠি দিয়ে জানিয়েছেন যে অন্তত তাঁর প্রথম চিঠির উত্তর দেওয়া হোক। তিনি প্রথম চিঠিতে পাকিস্তানে কর্তারপুর করিডরে যাওয়ার জন্য অনুমতি চেয়েছিলেন। নভজ্যোত সিং সিধু এবার বিদেশমন্ত্রীকে স্পষ্ট তাঁর চিঠিতে জানিয়ে দিয়েছেন যে তিনি অনুমতি ছাড়াই পাকিস্তানে চলে যাবেন।

বিদেশমন্ত্রক জবাব না দিলে অনুমতি ছাড়াই পাকিস্তানে যাব, হুমকি দিলেন সিধু


সিধু তাঁর দ্বিতীয় চিঠিতে বিদেশমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন যে বিদেশমন্ত্রক তাঁর চিঠির উত্তর দেয়নি। তাই তিনি বুঝতে পারছেন না যে কর্তারপুর করিডরের উদ্বোধনে তাঁকে আদৌও পাকিস্তানে যাওয়ার অনমতি দেওয়া হবে কিনা। সিধু চিঠিতে বলেছেন, '‌আমার চিঠির জবাব দিতে এত দেরি এবং গাফিলতি দেখালে ভবিষ্যতে আমার পদক্ষেপ অন্যরকম হবে। আমি শুধু এটুকু জানি যদি সরকার আমায় পাকিস্তানে যেতে নিষেধ করে এবং সরাসরি না বলে দেয়, তবে আইনানুযায়ী এবং একজন দায়িত্ববান নাগরিক হিসাবে আমি সেখানে যাব না।’‌ সিধু আরও বলেন, '‌কিন্তু যদি আপনি আমার তৃতীয় চিঠিরও জবাব না দেন, তাহলে আমি লক্ষাধিক শিখ পুণ্যার্থীদের মতোই ভিসা ছাড়াই পাকিস্তানে ঢুকব।’‌ শনিবারই কর্তারপুর করিডরের উদ্বোধন করা হবে। তবে প্রশ্ন উঠছে সিধুর পাকিস্তান সফর নিয়ে। কারণ এখনও তিনি বিদেশমন্ত্রকের কাছ থেকে ছাড়পত্র পাননি। কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার জানিয়েছেন যে এটি একটি ঐতিহাসিক অনুষ্ঠান তাই আলাদা করে কোনও কিছু নিয়ে আলোচনা করবেন না তিনি।

 <strong>খালিস্তানি জঙ্গির ছবি দিয়ে কর্তারপুর গান প্রকাশে পাকিস্তানকে তীব্র আক্রমণ ভারতের</strong> খালিস্তানি জঙ্গির ছবি দিয়ে কর্তারপুর গান প্রকাশে পাকিস্তানকে তীব্র আক্রমণ ভারতের

English summary
Navjot Singh Sidhu said if the govt doesn't respond to his third letter, then he will proceed to Pakistan as millions of Sikh devotees go on eligible Visa,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X