For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে যাওয়ায় কি গ্রেফতার হবেন সিধু! কী বলছেন বিজেপি নেতা স্বামী

বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী সিধুর গ্রেফতারির দাবি তুললেন।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় মন্ত্রী তথা অকালি দলের নেত্রী হরসিমরত কউর বাদলের দাবি ছিল, পাকিস্তানি এজেন্ট বনে গিয়েছেন সিধু। সেদেশে ভারতের চেয়ে বেশি ভালোবাসা পাচ্ছেন। ওখানকার মানুষ তাঁকে বেশি পছন্দ করছেন। এবার আরও একধাপ এগিয়ে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী সিধুর গ্রেফতারির দাবি তুললেন।

স্বামীর দাবি

স্বামীর দাবি

স্বামীর দাবি, সিধুকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা আইন মেনে গ্রেফতার করা উচিত। খলিস্তানি জঙ্গি গোপাল চাওলার সঙ্গে ছবি তুলেছেন সিধু। যা দেখে রাজ্যসভার সাংসদ স্বামী এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন সিধুর বিরুদ্ধে।

সিধুর দাবি

সিধুর দাবি

পাকিস্তানে তিনদিন কাটিয়ে ফিরে এসে সীমান্ত পার করে সিধু দাবি করেছেন, গোপাল চাওলা বলে কাউকে তিনি চেনেন না। পাকিস্তানে অন্তত ৫-১০ হাজার ছবি তাঁর তোলা হয়েছে। যা শুনে স্বামীর দাবি, তাহলে সিধু ক্ষমা চাক। এই ঘটনার নিন্দা করুক।

[আরও পড়ুন:পাক অধীকৃত কাশ্মীরও ভারতের অংশ, এতদিনে স্বীকার করল চিন ][আরও পড়ুন:পাক অধীকৃত কাশ্মীরও ভারতের অংশ, এতদিনে স্বীকার করল চিন ]

বিতর্কে সিধু

বিতর্কে সিধু

ঘটনা হল, পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসা করে, পাক সেনাপ্রধান জেনারেল বাজওয়াকে ফের কোলাকুলি করে এবং খলিস্তানি জঙ্গি তথা হাফিজ সঈদের সঙ্গী খলিস্তানি জঙ্গি গোপাল সিং চাওলার সঙ্গে ছবি তুলে ফেরত এসেছেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

[আরও পড়ুন;কয়লা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত ইউপিএ জমানার কয়লা মন্ত্রকের সচিব][আরও পড়ুন;কয়লা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত ইউপিএ জমানার কয়লা মন্ত্রকের সচিব]

কেন বিতর্ক

কেন বিতর্ক

কর্তারপুরে গুরু নানকের তৈরি গুরুদ্বার সাহিবের জন্য প্রস্তাবিত করিডোর উদ্বোধন উপলক্ষ্যে সিধু সেদেশে গিয়েছিলেন। ভারতের অন্যান্য আমন্ত্রিতরা যেখানে অনুষ্ঠানের দিক গিয়ে ফেরত এসেছেন, সেখানে সিধু গিয়ে তিনদিন পরে ফেরত আসেন। যা দেখে কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল তির্যকভাবে জানিয়েছেন, সিধু ভারতের থেকে পাকিস্তানে বেশি ভালোবাসা পেয়েছেন। ওদেশের এজেন্ট বনে গিয়েছেন।

[আরও পড়ুন;বিচারক লোয়ার মৃত্যু মামলা না শুনতে চেয়ে পিছোলেন তিন বিচারপতি, ঘনীভূত রহস্য][আরও পড়ুন;বিচারক লোয়ার মৃত্যু মামলা না শুনতে চেয়ে পিছোলেন তিন বিচারপতি, ঘনীভূত রহস্য]

English summary
Sidhu should be arrested under NSA, probed by NIA, says BJP leader Subramanian Swamy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X