For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ওপেননেস, অপরচুনিটিস , অপশন' এর প্রসঙ্গ তুলে ভারতে বিনিয়োগের জোরদার ডাক মোদীর

  • |
Google Oneindia Bengali News

এদিন বহু প্রতিক্ষিত 'ইন্ডিয়া আইডিয়াস সামিট' এ বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। আর সেখানে এদিন ভারতে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করা যাবে, তার রাস্তা দেখিয়ে মার্কিন বিনিয়োগকারী ও শিল্প ক্ষেত্রের দৃষ্টি আকর্ষণ করলেন নরেন্দ্র মোদী।

'ওপেন নেস, অপারচুনিটি অ্যান্ড অপশনস'

'ওপেন নেস, অপারচুনিটি অ্যান্ড অপশনস'

'ওপেন নেস, অপারচুনিটি অ্যান্ড অপশনস' এই তিনটি ধারায় ভারত নিজের ব্যবসায়িক ক্ষমতাকে এগিয়ে নিয়ে চলেছে বলে মোদী এদিন বার্তা দেন। তাঁর দাবি, ভারতের দিকে গোটা বিশ্বের নজর রয়েছে। এছাড়াও এদেশে বিনিয়োগ করলে সরকার ও এদেশের নাগরিকদের 'খোলা মন' বাণিজ্যিক দিক থেকে মানুষকে সাহায্য করবে।

 প্রযুক্তিগত উন্নতি ও বিনিয়োগের ক্ষেত্র

প্রযুক্তিগত উন্নতি ও বিনিয়োগের ক্ষেত্র

মোদী এদিন সাফ জানিয়ে দেন যে, প্রযুক্তিগত ক্ষেত্রে ভারত ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে। এক রিপোর্টের তথ্য পেশ করে মোদী বলেন, ভারতে ইন্টারনেটের ব্যবহারকারী শহরের থেকে গ্রামে বেশি। এছাড়াও কৃষি ক্ষেত্রের মতো বিভিন্ন দিকে প্রযুক্তির সংমিশ্রণ ঘটছে। ফলে তাতে বিনিয়োগের সুযোগ রয়েছে বিশ্বের যেকোনও বিনিয়োগকারীর।

স্বাস্থ্য থেকে বীমা খাতে বিনিয়োগ

স্বাস্থ্য থেকে বীমা খাতে বিনিয়োগ

মার্কিন শিল্পপতিদের নজর কেড়ে এদিন মোদী বলেন ভারতে বীমা ক্ষেত্রে ১০০ শতাংশ বিনিয়োগের সুযোগ রয়েছে। এই ক্ষেত্রে বিনিয়োগ যেমন লাভজনক তেমন কোভিডের আপৎকালে ভারতে স্বাস্থ্য খাতেও বিনিয়োগ লাভজনক। মেডিক্যাল টেকনোলজি, টেলিমেডিসিন ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ লাভজনক হবে বলে এদিন মোদী বার্তা দেন।

প্রতিরক্ষা, বিমান, নির্মাণ ক্ষেত্রে বিনিয়োগ

প্রতিরক্ষা, বিমান, নির্মাণ ক্ষেত্রে বিনিয়োগ

প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ ৭৪ শতাংশ করে দেওয়া হয়েছে ভারতে। মোদীর দাবি এই ক্ষেত্রে যেকোনও সংস্থার বিনিয়োগ লাভজনক। এছাড়াও ভারতে নির্মাণ কাজ যেমন রাস্তা নির্মাণ থেকে শুর করে নগরায়নের ক্ষেত্রে ব্যবসায়িক সুযোগ প্রচুর রয়েছে। অন্যদিকে, ভারতের অসামরিক বিমান পরিষেবা ক্ষেত্রেও বিনিয়োগের বহু সুযোগ রয়েছে ও সেখানে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের আহ্বান করা হচ্ছে বলে জানান মোদী।

English summary
SIBC India Ideas Summit 2020- PM Narendra Modi keynote address
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X