For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক ট্রেনে সারা ভারত জুড়ে 'রাম যাত্রা'! হবে শ্রীলঙ্কা দর্শনও, জানুন কীভাবে

ভারতীয় পর্যটকদের জন্য নতুন সুযোগ করে দিচ্ছে ভারতীয় রেল। একটি বিশেষ ট্রেনে চাপিয়ে শ্রী রামচন্দ্রের সমস্ত স্মৃতি বিজরিত স্থানগুলিতে নিয়ে যাওয়া হবে পর্যটকদের।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় পর্যটকদের জন্য নতুন সুযোগ করে দিচ্ছে ভারতীয় রেল। একটি বিশেষ ট্রেনে চাপিয়ে শ্রী রামচন্দ্রের সমস্ত স্মৃতি বিজরিত স্থানগুলিতে নিয়ে যাওয়া হবে পর্যটকদের। ট্রেনটির নাম দেওয়া হয়েছে শ্রী রামায়ণ এক্সপ্রেস। ১৬ দিনের ট্যুর প্যাকেজে ভগবান রামচন্দ্রের সমস্ত স্মৃতি বিজরিত স্থান ঘুরিয়ে দেখানো হবে। যার মধ্য শুধু ভারত নয়, রয়েছে শ্রীলঙ্কাও।

শ্রী রামায়ণ যাত্রা

শ্রী রামায়ণ যাত্রা

প্যাকেজটির নাম দেওয়া হয়েছে শ্রী রামায়ণ যাত্রা। ভারত ও শ্রীলঙ্কা দুই জায়গায় ঘুরিয়ে দেখানো হবে। দিল্লি থেকে ট্রেন ছাড়ার পরে ট্রেন প্রথম থামবে অযোধ্যায়। তারপরে হনুমান গড়হী, রামকোট ও কনক ভবন মন্দির।

ঘুরবে বিভিন্ন জায়গা

ঘুরবে বিভিন্ন জায়গা

সেখান থেকে নন্দীগ্রাম, সীতামাড়হী, জনকপুর, বারাণসী, প্রয়াগ, শৃঙ্গভেরপুর, চিত্রকূট, নাসিক, হাম্পি ও রামেশ্বরমে ট্রেনে চাপিয়ে নিয়ে যাওয়া হবে।

দিল্লি থেকে যাত্রা শুরু

দিল্লি থেকে যাত্রা শুরু

এদিন ১৪ নভেম্বর দিল্লি থেকে শ্রী রামায়ণ এক্সপ্রেস ছাড়বে। ভগবান রামের জীবনের সঙ্গে জড়িত প্রতিটি জায়গা ঘুরে দেখানো হবে। এমনটাই ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে।

রেলমন্ত্রীর টুইট

রেলমন্ত্রী পীযূষ গোয়েল নিজে এই রেলযাত্রা নিয়ে খুব উত্তেজিত। তিনি নিজে তা নিয়ে টুইট করেছেন। এছাড়া রামচন্দ্রের পৌরাণিক কথা তুলে ধরে একটি ভিডিও-ও শেয়ার করেছেন।

 শ্রীলঙ্কা ভ্রমণ আলাদা

শ্রীলঙ্কা ভ্রমণ আলাদা

ভারতীয় রেল জানিয়েছে, যাঁরা শ্রীলঙ্কায় গিয়ে রামচন্দ্রের স্মৃতি বিজরিত নানা জায়গা ঘুরে দেখতে চান তাঁরা চেন্নাই থেকে বিমান ধরে কলম্বো পৌঁছতে পারেন। ট্রেনে ৮০০ জনের জায়গা করা হয়েছে। শ্রীলঙ্কা ঘোরার খরচ আলাদা করে দিতে হবে। ৫ রাত ও ৬ দিনের শ্রীলঙ্কা ভ্রমণে ৩৬ হাজার ৯৭০ টাকা করে দিতে হবে।

কোনও অতিরিক্ত খরচ নেই

কোনও অতিরিক্ত খরচ নেই

এছাড়া ভারতীয় রেলের প্যাকেজে খাবার, থাকার জায়গা, আশপাশের জায়গা ঘোরা এসবের খবর একসঙ্গে নিয়ে নেওয়া হবে। আলাদা করে কোনও টাকা দিতে হবে না। পুরোটাই ট্যুর প্যাকেজে ধরা থাকবে।

English summary
Shri Ramayana Express train by Indian Railways to retraces the epic journey of Lord Rama'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X