For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কুকুর মরলেও কি প্রধানমন্ত্রীকে প্রতিক্রিয়া দিতে হবে?' গৌরী লঙ্কেশ হত্যকাণ্ড নিয়ে মন্তব্য এই নেতার

গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে তদন্ত যতই এগোচ্ছে , ঘটনার সঙ্গে দক্ষিণপন্থী সংগঠনের যোগ আরও স্পষ্ট হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে তদন্ত যতই এগোচ্ছে , ঘটনার সঙ্গে দক্ষিণপন্থী সংগঠনের যোগ আরও স্পষ্ট হচ্ছে। ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে , তাদের কাছ থেকে একাধিক তথ্য জানতে পেরেছে বিশেষ তদন্তকারী দল। এরপর ডেকে পাঠানো হয় বিজয়পুরার শ্রী রাম সেনার জেলা প্রেসিডেন্ট রাকেশ মঠকে। এপ্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে নতুন বিতর্ক তৈরি করলেন রাম সেনার প্রতিষ্ঠাতা তথা প্রেসিডেন্ট প্রমোদ মুথালিক।

কুকুর মরলেও কি প্রধানমন্ত্রীকে প্রতিক্রিয়া দিতে হবে? গৌরী লঙ্কেশ হত্যকাণ্ড নিয়ে মন্তব্য এই নেতার

গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করতে গিয়ে রাম সেনার প্রেসিডেন্ট প্রমোদ মুথালিক জানিয়েছেন, 'কর্ণাটকে কোথাও কোনও কুকুর মারা গেলে কি প্রধানমন্ত্রী মোদীকে প্রতিক্রিয়া দিতে হবে? ' কর্ণাটকের রাজাজিনগরে একটি সভায় বক্তব্য রাখছিলেন প্রমোদ মুথালিক। সেই সময়েই তিনি একথা জানান। উল্লেখ্য, সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনও বক্তব্য রাখেননি বলে অনেকেই সমালোচনা শুরু করেন। সেই সমালোচনার জবাব দিতে গিয়েই তিনি এমন বক্তব্য তুলে ধরেছেন।

গৌরী লঙ্কেশের হত্যা নিয়ে মুখ খুলে এদিন রাম সেনা প্রধান জানান, 'কর্ণাটকে কংগ্রেসের আমলে ঘটনাটি ঘটে। খুনিদের মধ্যে ২ জন কর্ণাটকের আর বাকি ২ জন মহারাষ্ট্রের। এক্ষেত্রে কর্ণাটকের কংগ্রেস সরকারের ব্যর্থতা নিয়ে কেউ প্রশ্ন তুলেছে না। শুধু জিজ্ঞাসা করা হচ্ছে কেন প্রধানমন্ত্রী মোদী এ নিয়ে নিশ্চুপ?' এদিকে, গৌরী লঙ্কেশের মৃত্যু প্রসঙ্গে মুথালিকের এমন তুলনামূলক বক্তব্যে রীতিমত শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। এদিকে, গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের সঙ্গে ধৃত সন্দেহে গ্রেফতার করা হয়েছে হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য পরশুরাম ওয়াঘমারেকে। জেরার মুখে ওয়াঘমারে জানিয়েছে ধর্মকে রক্ষা করতে সে হত্যা করেছে গৌরী লঙ্কেশকে।

[আরও পড়ুন:অনশনে অসুস্থ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী, আপ-এর ধর্না আরও জোরদার][আরও পড়ুন:অনশনে অসুস্থ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী, আপ-এর ধর্না আরও জোরদার]

English summary
Should PM react if dog dies in K'taka,says Pramod Muthalik on Gauri Lankesh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X