For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গাজিয়াবাদের কাছে AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসিসের গাড়ি লক্ষ্য করে গুলি, গ্রেপ্তার ১

গাজিয়াবাদের কাছে AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসিসের গাড়ি লক্ষ্য করে গুলি, গ্রেপ্তার ১

  • |
Google Oneindia Bengali News

সামনেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তাঁর আগে বৃহস্পতিবার ভোটের কিছু কর্মসূচির জন্য রাজধানী দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। কিন্তু যাওয়ার পথে উত্তরপ্রদেশের মিরাটের কিথাউর কাছে তাঁর গাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদল। গাড়ি গায়ে লাগা গুলির দাগের ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনার সময় তিনি কিথাউর থেকে এক জনসভা শেষ করে দিল্লি যাচ্ছিলেন। ঘটনায় একজন বন্দুকধারী পুলিশের জালে ধরা পড়ল।

আসাদউদ্দিন ওয়াইসি টুইটে কী জানান

আসাদউদ্দিন ওয়াইসি টুইটে কী জানান

আসাদউদ্দিন ওয়াইসি জানান, কিথাউর থেকে জনসভা শেষ করে তিনি দিল্লি যাচ্ছিলেন। যাওয়ার পথে ছাজারসি টোল প্লাজার কাছে তাঁর গাড়ি দাঁড়িয়েছিল। হায়দরাবাদের সংসদের দাবি করে বলেন, তাঁর গাড়ি লক্ষ্য করে ৩-৪ রাউন্ড গুলি চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদল। পাশাপাশি তিনি এও জানান, গাড়িতে যারা ছিলেন সকলে ঠিকই আছেন। কিন্তু গুলি লাগার ফলে তাঁর গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। ঘটনাস্থলে ঘটনার পর অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদল অস্ত্র রেখে পালিয়ে যায়। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

এডিজি প্রশান্ত কুমার কী জানালেন

এডিজি প্রশান্ত কুমার কী জানালেন

এডিজি প্রশান্ত কুমারের ঘটনা নিয়ে জানান, ঘটনার বিশেষ তদন্ত করছে হাপুর পুলিশ। কাছাকাছি এলাকার সিসিটিভি খুটিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে পুলিশ প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও নিয়েছেন। কীভাবে এই ঘটনা ঘটল সেই তদন্তে পুলিশ।

 হায়দরাবাদের সংসদ টুইটে কী জানান

হায়দরাবাদের সংসদ টুইটে কী জানান

হায়দরাবাদের সংসদ টুইটে জানান, যারা গাড়ির ভিতর ছিল ঘটনার পর সবাই নিরাপদেই রয়েছে। কারোর কোনও অসুবিধা হয়নি। কিন্তু তাঁর গাড়ি টায়ার পাংচার হয়ে গিয়েছে। তাই তিনি ঘটনার পর অন্য একটি গাড়িতে রাজধানী দিল্লিতে রওনা দেন। তিনি দাবি করে জানান, এই গুলি চালাবার ঘটনাটি মোট ৪-৫ জন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদল ঘটনাটি ঘটিয়েছে। অল্পের জন্য প্রানে বাঁচলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। কিন্তু এমন ঘটনা ঘটল তার কারণ খুঁজতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছেন।

English summary
shots fired at aimim chief owaisi car near ghaziabad one shooter arrested
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X