দেশদ্রোহীদের গুলি করে মারার নিদান দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
বাজেটে আর এক সপ্তাহের কম সময় বাকি। এরমধ্যেই নয়া বিতর্কে জড়ালেন অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর। দিল্লিতে তাঁর নির্বাচনী প্রচারের মধ্যেই উঠল বিতর্কিত স্লোগান। অনুরাগ ঠাকুর মাথার ওপর দুহাতে তালি মেরে স্লোগান দেন 'দেশ কে গদ্দারো কো, গোলি মারো শালো কো (দেশদ্রোহীদের গুলি করে মারো)!’ রিথিলা এলাকায় প্রচারে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী।

বাজেটের মাত্র ৫ দিন আগে অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর উস্কানিমূলক মন্তব্যেকে হাতিয়ার করেছে বিরোধীরা। এই নিয়ে কমিশনে অভিযোগও করতে পারে কংগ্রেস ও আম আদমি পার্টি। প্রসঙ্গত, অনুরাগ ঠাকুরের সঙ্গেই ওই মঞ্চে উপস্থিত ছিলেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। পরে একই সভায় হাজির হন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রসঙ্গত, জেএনইউ–এর ঘটনার পর দিল্লিতে সিএএ সমর্থনে মিছিল করেছিলেন বিজেপি নেতা কপিল মিশ্র। ওই মিছিল থেকেও একই স্লোগান উঠেছিল।