For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাথরের জবাব একে ৪৭ দিয়ে! প্রাক্তন কংগ্রেস ও বিজেপি বিধায়কের হুমকিতে চাঞ্চল্য, দেখুন ভাইরাল ভিডিও

পাথরের জবাব তিনি দেন একে ৪৭-এর গুলি দিয়ে। সমাবেশে এমনটাই বললেন রাজস্থানের বিএসপি নেতা জগত সিং।

  • |
Google Oneindia Bengali News

পাথরের জবাব তিনি দেন একে ৪৭-এর গুলি দিয়ে। সমাবেশে এমনটাই বললেন রাজস্থানের বিএসপি নেতা জগত সিং। এই নেতার আবার অন্য পরিচয়ও রয়েছে। তিনি প্রাক্তন কংগ্রেস নেতা নটবর সিং-এর ছেলে। আলোয়ারার রামগড়ের সভায় তিনি এই মন্তব্য করেন বলে অভিযোগ। যা ইতিমধ্যেই ভাইরাল রয়েছে।

পাথরের জবাব একে ৪৭ দিয়ে! প্রাক্তন কংগ্রেস ও বিজেপি বিধায়কের হুমকিতে চাঞ্চল্য, দেখুন ভাইরাল ভিডিও

দলীয় সমর্থকদের সামনে জগত সিং বলেন, যখন দলের প্রায় ২০০ কর্মী বিপাকে পড়েছিল তখন কোথায় ছিল বিজেপি। কে তাদের রক্ষা করতে গিয়েছিল। উত্তর দেন ওই নেতা নিজেই। বলেন, তিনিই গিয়েছিলেন। যদি সেখানে গুলি চলতে থাকলে প্রথম গুলি তিনিই খেতেন। মন্তব্য করেছেন জগত সিং। এই পরেই নিজের বিতর্কিত মন্তব্যটি করেন জগত সিং। তিনি বলেন, পাথরের জবাব তিনি দেন একে ৪৭ দিয়ে। সে তিনি যেই হোন, অশোক গেহলট, নরেন্দ্র মোদী কিংবা বসুন্ধরা রাজে।

জগত সিং এর আগে ভরতপুর জেলার কামান থেকে বিজেপির বিধায়ক ছিলেন। কিন্তু এই বারের ভোটে তাঁকে টিকিট দেয়নি বিজেপি। এরপরেই জগত সিং বিএসপিতে যোগ দেন।
২০০৩-২০০৮ সালের মধ্যে জগত সিং আলোয়ারের লক্ষ্মণগড় থেকে কংগ্রেস বিধায়ক ছিলেন।

বিএসপির তরফে জগত সিংকে রামগড় বিধানসভা আসন থেকে তাদের প্রার্থী করার কথা ঘোষণা করা হয়েছে। ২২ নভেম্বর এই আসনের বিজেপি প্রার্থী লক্ষ্মণ সিং-এর মৃত্যুতে ভোট স্থগিত হয়ে গিয়েছিল। এই আসনের নির্বাচন ২৮ জানুয়ারি।

English summary
Shocking threat by Rajasthan BSP leader Jagat Singh, says 'I reply to stones with AK-47'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X