For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাণিজ্য নগরীকে অপমান! পাল্টা নিতিন গড়করিকে আক্রমণ শিবসেনার

বাণিজ্য নগরীকে অপমান! পাল্টা নিতিন গড়করিকে আক্রমণ শিবসেনার

Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতির জন্য মুম্বইয়ের জনঘনত্বকেই দায়ী করা হয়েছে বিপুল হারে করোনা সংক্রমণের জন্য। গতমাসে এমনই অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি। তার পাল্টা আক্রমণে শিবসেনার মুখপত্র সামনায় বলা হয়েছে, মহারাষ্ট্র দেশের কোষাগার ভরতে সিংহভাগ দেয় আর করোনা চিিকৎসায় কেন্দ্রের কোনও আর্থিক সাহায্য পায়নি।

জনঘনত্বের কারণেই করোনা

জনঘনত্বের কারণেই করোনা

গত মাসে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি অভিযোগ করেছিলেন বাণিজ্য নগরীর জনঘনত্ব কমানো উচিত। জনঘনত্ব বেশি থাকার কারণেই মুম্বইয়ে করোনা সংক্রমণ এই বিপুল হারে বাড়ছে বলে অভিযোগ করেছিলেন তিনি। তাই মুম্বইয়ের জনঘনত্ব কমানোর চেষ্টা করা উচিত সরকারের এমনই বলেছিলেন তিনি।

পাল্টা আক্রমণ শিবসেনার

পাল্টা আক্রমণ শিবসেনার

করোনা পরিস্থিতি নিয়ে নিতিন গড়করি এই মন্তব্যের পরেই পাল্টা আক্রমণ শানিয়েছে শিবসেনা। মুখপত্র সামনায় নিতিন গড়কড়ির এই মন্তব্যের সমালোচনার পাল্টা জবাবে বলা হয়েছে, মুম্বই দেশের কোষাগারের সিংহভাগটিই দেয় অথচ করোনা মোকাবিলায় কেন্দ্রের সিকিভাগ সাহায্য পায়নি।

বিহার, উত্তর প্রদেশে স্মার্ট সিটি গড়া হোক

বিহার, উত্তর প্রদেশে স্মার্ট সিটি গড়া হোক

সামনায় উল্লেখ করা হয়েছে, বিহার এবং উত্তর প্রদেশে স্মার্ট সিটি গড়ুক সরকার তাহলেই মুম্বইয়ের জনঘনত্ব কমে যাবে। করোনা পরিস্থিতিতে প্রায় দেড়লাখ পরিযায়ী শ্রমিক বিহার উত্তর প্রদেশে ফিরে গিয়েছেন। এখন তাঁরা ফিের আসছেন সেখানে কাজ পাননি বলে। ২০১৫ সালে স্মার্ট মিশন শুরু করেছিল মোদী সরকার। কিন্তু তা এখনও তৈরি হয়নি।

৩০,০০০ আক্রান্ত ছাড়াল মহারাষ্ট্রে

৩০,০০০ আক্রান্ত ছাড়াল মহারাষ্ট্রে

করোনা সংক্রমণ দেশে সাড়ে পাঁচ লাখ ছুঁই ছুঁই। শুধু মহারাষ্ট্রেই ৩০,০০০ ছাড়িয়েছে করোনা সংক্রমণ। মৃতের সংখ্যা ১০০০ অতিক্রম করেছে। ৩০ জুনের পরেও লকডাউন বাড়ানো হয়েছে মহারাষ্ট্রে। মুম্বই শহরে শুরু হয়েছে অ্যান্টিজেন কিট টেস্ট।

নিষেধাজ্ঞা শিথিলের মাঝেই মহারাষ্ট্রে ৩০ জুনের পরেও বাড়ছে লকডাউনের মেয়াদনিষেধাজ্ঞা শিথিলের মাঝেই মহারাষ্ট্রে ৩০ জুনের পরেও বাড়ছে লকডাউনের মেয়াদ

English summary
Shivsena slams Nitin Gadkari on decongest mumbai remark in Coronavirus situation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X