For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিবাদী কৃষকদের 'খালিস্তানি' জঙ্গির বলা হচ্ছে, মোদী-শাহকে বিঁধলেন সঞ্জয় রাউত

প্রতিবাদী কৃষকদের 'খালিস্তানি' জঙ্গির বলা হচ্ছে, মোদী-শাহকে বিঁধলেন সঞ্জয় রাউত

Google Oneindia Bengali News

প্রতিবাদী কৃষকদের সঙ্গে জঙ্গির মতো আচরণ করছে মোদী সরকার। পাঞ্চাব-হরিয়ানার কৃষকদের খালিস্তানি বলে আক্রমণ করা হচ্ছে। সরাসরি মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণের পারদ চড়ালেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। গত চারদিন ধরে রাজধানী দিল্লিতে কৃষি আইনের প্রতিবাদে মার্চ করছেন প্রতিবাদী কৃষকরা। তাঁদের উপর জলকামান থেকে শুরু করে লাঠিচার্জ কোনও কিছু করতেই বাদ রাখেনি বিজেপি সরকার এমনই অভিযোগ করেছেন সঞ্জয় রাউত।

রাউতের আক্রমণ

রাউতের আক্রমণ

সঞ্জয় রাউত সরাসরি মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণে শান দিয়েছেন। দিল্লিতে ঢুকতে যেভাবে প্রতিবাদী কৃষকদের বাধা দেওয়া হচ্ছে তাতে মনে হচ্ছে তাঁরা এদেশেরই বাসিন্দা নন। তাঁদের সঙ্গে জঙ্গিদের মতো আচরণ করা হচ্ছে। যেহেতু তাঁরা শিখ েবং পাঞ্জাব হরিয়ানা থেকে দিল্লিতে আসছেন তাঁদের খালিস্তানি বলে আক্রমণ পর্যন্ত করা হচ্ছে। একাধিক জায়গায় নিরস্ত্র কষকদের উপর লাঠিচার্জ করা হয়েছে। জল কামান চালিয়ে তাঁদের প্রতিহত করা হয়েছে।

 হরিয়ানায় ঢুকতে বাধা

হরিয়ানায় ঢুকতে বাধা

প্রতিবাদী কৃষকদের বিজেপি শাসিত হরিয়ানায় ঢুকতে যেভাবে আটকানো হয়েছে তার গভীর নিন্দা করেছেন সঞ্জয় রাউত। তিনি বলেছেন, হরিয়ানায় কৃষকদের আটকালে লাঠিচার্জ করা হয়েছে, জলকামান চালানো হয়েছে। এমনকী কৃষকদের মিছিল যাতে আটকাতে না পারে সেকারণে রাস্তা খুড়ে দেওয়া হয়েছে। রাস্তা জুড়ে বালি বোঝাই লরি দার করিয়ে রাস্তা আটকানো হয়েছে।

অলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান

অলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান

কৃষকদের আলোচনার প্রস্তাব পাঠিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু কৃষকরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তাঁরা সরকারের সঙ্গে কোনও রকম আলোচনায় বসতে চান না বলে জানিয়েছেন। অবিলম্বে কৃষি আইন ফেরানোর দাবি জানিয়েছেন কৃষকরাষ সেই আইন না ফেরানো পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে প্রতিবাদী কৃষকরা।

মোদীর প্রতিশ্রুতি

মোদীর প্রতিশ্রুতি

কৃষকদের স্বার্থেই কৃষি আইন আনা হয়েছে বলে মন কি বাত অনুষ্ঠানে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন দেশের কৃষকদের উন্নয়নেই কাজ করছে মোদী সরকার। এই আইন অল্প সময়ের মধ্যেই কৃষকদের সুফল দেবে। একটা নতুন দিশা পাবেন কৃষকরা।

English summary
Shivsena leader Sanjay Raut claimed Modi governmet treated Farmers like Khalistani terrorists
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X