আহমেদাবাদকে মিনি পাকিস্তান বলে কটাক্ষ সঞ্জয় রাউতের! রাগে ফুঁসছে বিজেপি, উঠল ক্ষমা চাওয়ার দাবি
বিদ্বেষ ও বিছিন্নতাবাদী রাজনীতির ময়দানে 'পাকিস্তান’ শব্দের গুরুত্ব ক্রমেই যেন আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে। ইতিমধ্যেই মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সঙ্গে তীব্র বাগযুদ্ধে নেমেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। কঙ্গনাকে পাল্টা দিতে গিয়ে আহমেদাবাদকে 'মিনি পাকিস্তান’ বলে বিপাকে পড়লেন মুম্বইয়ের রাজনীতির এই অন্যতম বড় মুখ।

এদিকে সঞ্জয়ের মন্তব্যের পরেই কার্যত রাগে ফুঁসছে গোটা গেরুয়া শিবির। ক্ষমা চাওয়ার দাবিও উঠছে। যদিও সঞ্জয় রাউতের সাফ বক্তব্য কঙ্গনা ক্ষমা চাওয়ার রাস্তায় হাঁটলে তবেই তিনি এই বিষয়ে ভাবতে পারেন। অন্যদিকে ভারতের ম্যানচেস্টার নামে খ্যাত আমেদাবাদকে পাকিস্তানের সঙ্গে তুলনার মধ্যমে মোদীর ব্র্যান্ড গুজরাটের ঘোরতর অপমান হয়েছে বলেই মত বিজেপির।
এই সঞ্জয় রাউতের বক্তব্যের পর রবিবার কড়া বার্তা দিতে দেখা যায় গুজরাট বিজেপির মুখপাত্র ভারত পান্ডিয়াকে। এই জন্য সঞ্জয়কে গুজরাট ও আহমেদাবাদবাসীর কাছে দ্রুত ক্ষমা চাইতেও বলেন তিনি ভারতের সাফ বক্তব্য, 'ঘৃণা ও বিদ্বেষের মনোভাব থেকেই এই কাজ করছে শিবসেনা। এই গুজরাট গান্ধীজি ও সর্দার প্যাটেলের। তাই কাণ্ডজ্ঞানহীন ভাবে যে কোনও সময়েই গুজরাট ও গুজরাটের নেতাদের সম্পর্কে এই ধরণের অপমানসূচক মন্তব্য কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।’

ঠাঁই হল না বব্বর-প্রসাদের, যোগীর রাজ্যে পার্টি ইস্তেহারের দায়িত্বে 'গান্ধী' বিশ্বাস ভাজন খুরশিদ