For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উদ্ধব ঠাকরেকে ফোন অমিত শাহ-এর, আস্থা ভোটে কোনদিকে থাকবে শিবসেনা

আস্থা ভোটে তাদের তাদের অবস্থান কী হবে তা আগামীকাল সকাল পর্যন্ত ঝুলিয়ে রাখল শিবসেনা।

Google Oneindia Bengali News

আস্থাভোটের আগের দিন বিক্ষুব্ধ শরিকদের কাছেও ফোন গেল বিজেপি সভাপতি অমিত শাহের। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৃহস্পতিবার ফোনে কথা হয় তাঁর। উদ্ধব আস্থাভোটে বিজেপিকেই সমর্থন করার আশ্বাস দিয়েছেন বলে দাবি করেছেন অমিত শাহ। কিন্তু শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলছেন, 'আগামীকালই জানতে পারবেন আমরা কোনদিকে আছি'।

আস্থা ভোটে কোনদিকে থাকবে শিবসেনা

এমনিতে সংখ্যার বিচারে বিজেপি নিজের সাংসদদের সবাইকে লোকসভায় হাজির করাতে পারলেই আস্থাভোটে হাসতে হাসতে জয়ী হবে তারা। কিন্তু এই আস্থা ভোটে, মোদী সরকার থাকবে না যাবে সেটা মুখ্য বিষয় নয়। এই আস্থাভোটে একইসঙ্গে এনডিএ-র ঐক্য ও ক্ষমতা প্রদর্শন ও বিরোধী শিবিরের ফাঁকফোঁকর ফাঁস করতে চাইছে বিজেপি।

তবে শিবসেনা তাদের সমর্থনের বিষয়টি এখনও ঝুলিয়ে রেখেছে। সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, বিজেপি সরকারের বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে তারা অখুশি। সেগুলি তাঁরা তুলবেন অনাস্থা আলোচনার সময়। আর তাঁদের অবস্থান নিয়ে বলেছেন, 'আমরা উদ্ধবজীর সঙ্গে আলোচনা করে শুক্রবার সকালে জানাব। চুড়ান্ত সিদ্ধান্ত তিনিই নেবেন।'

তবে শিবসেনার অনেক নেতাই মনে করেন শরিকদের যতেষ্ট সম্মান দেয় না বিজেপি। এই সুযোগে সেই অসন্তোষ প্রকাশ করছেন তাঁরা। এরকম এক শিবসেনা সাংসদের বক্তব্য, 'বিজেপি তো মনে করে আমাদের সাহায্য ওদের লাগবে না। যদি ওদের ৫-৬ জন সাংসদ উপস্থিত না হয় তখন কী হবে?'

English summary
Shivsena hang their stand in trust vote till tomorrow morning
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X