মহারাষ্ট্রে '১৪ সালেও বিজেপিকে লুকিয়ে কংগ্রেসের সঙ্গে সরকার গড়তে চেয়েছিল 'সেনা'! শুরু নয়া বিতর্ক
২০১৯ সালের বিধানসভা নির্বাচনে সংখ্যার বিচারে জনসমর্থন সঙ্গে থাকলেও সরকার গঠনের ভাগ্য খুবই খারাপ ছিল বিজেপির! ভোটে জয়ের পরই মুখ্যমন্ত্রীর তখত দখল ঘিরে শিবেসনা-বিজেপির দ্বন্দ্বের জেরে ক্ষমতা ছাড়তে হয় বিজেপির ফড়নবীশ শিবিরকে। এরপর থেকেই এককালের শরিক শিবসেনার সঙ্গে বিজেপির 'সাপে নেউলে' সম্পর্ক। এবার সেই সম্পর্কের অঙ্ক খানিকটা উস্কে দিয়ে ফড়নবীশ এবার আরও একটি দাবি করেন।

২০১৪ সালে বিজেপিকে লুকিয়ে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে চায় শিবসেনা
শুধুমাত্র ২০১৯ সালেই শুধু বিজেপিকে ছেড়ে যাওয়ার মতো পদক্ষেপ গ্রহণ করেনি শিবসেনা। এর আগেও, 'সেনা'র তরফে এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল। একটি সাম্প্রতিক প্রকাশিত চিঠিতে এমন বক্তব্য় উঠে আসতেই , মারাঠা রাজনীতিতে দোলাচল শুরু হয়েছে।

কে ফাঁস করেছে এই তথ্য?
প্রসঙ্গত, কংগ্রেস নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান এমন দাবি তুলেছেন। আর তারপর থেকেই রীতিমতো তোলপাড় মারাঠা রাজানীতি। পৃথ্বীরাজ চৌহান এর আগে বলেন শিবসেনা তাঁর কাছে এসে ২০১৪ সালে সরকার গড়ার প্রস্তাব দেয়। এরপরই তিনি সেই আর্জি খারিজ করে দেন। পৃথ্বীরাজ চৌহান বলেন, 'এর আগেও আমরা হেরেছি , বসেছি বিরোধীদের চেয়ারে। জেতা আর হারা সবটাই স্বাভাবিক।' আর চৌহানের এই দাবির পরই মারাঠা রাজনীতিতে তোলপাড় দেখা দিয়েছে।

ফড়নবীশের আক্রমণ
মহারাষ্ট্র বিজেপির নেতা তথা সেরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফড়নবীশ জানিয়েছেন,' যা উনি (পৃথ্বীরাজ চৌহান) জানিয়েছেন তা খুবই স্তম্ভিত করার মতো। গোটা ঘটনাকে খুবই গুরুত্ব সহকারে গ্রহণ করা উচিত। এই তথ্য ফাঁস হওয়ায় মুখোশ খুলেছে শিবসেনার। শিবসেনার আসল চেহারা প্রকাশ পায় এই তথ্য ফাঁসের ফলে। এতেই বোঝা যায় সেই দলের আদর্শ, ও মূল্যবোধকে। ক্ষমতাই কি তাদের কাছে সব'।

সিএএ বিরোধী আন্দোলন বন্ধে সমাধান সূত্র দিলেন চন্দ্র বসু, পাল্টা আক্রমণ দিলীপ ঘোষের