For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্যপ্রদেশে ফের বিজেপি, হ্যাটট্রিক শিবরাজ সিংয়ের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

শিবরাজ সিং
ভোপাল, ৮ ডিসেম্বর: আশা ছিল, তিনি আবার ফিরবেন। ফিরলেনও। গতবারের চেয়ে আরও বেশি জনসমর্থন নিয়ে।

কংগ্রেসকে উড়িয়ে দিয়ে টানা তৃতীয় বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন শিবরাজ সিং চৌহান। রাজস্থান কংগ্রেসের থেকে কেড়ে নেওয়া ছিল চ্যালেঞ্জ। আর মধ্যপ্রদেশ ধরে রাখাটা ছিল চ্যালেঞ্জ। মধ্যপ্রদেশে বিজেপির 'মুখ' শিবরাজ সিং চৌহান নিজে আত্মবিশ্বাসী ছিলেন। যদিও বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব শেষ না দেখে নিশ্চিন্ত হতে রাজি ছিলেন না। নির্বাচনের আগে রাহুল গান্ধী নিজে এসে সভা করেছেন মধ্যপ্রদেশে। তাই একটা চাপা উৎকণ্ঠা ছিল বিজেপি শিবিরে।

কিন্তু, রবিবার যত বেলা গড়াতে লাগল, দেখা গেল, রাজনাথ সিংদের আশঙ্কা নয়, জিততে চলেছে শিবরাজ সিংয়ের আত্মবিশ্বাস। দুপুরের পর সাংবাদিক সম্মেলন ডেকে তিনি তাই বললেন, "মধ্যপ্রদেশের জনতাকে ধন্যবাদ। এই জয় মানুষের বিশ্বাসের জয়। মানুষ বিজেপি-কে বিশ্বাস করেছেন, ভরসা রেখেছেন।" ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় বিজেপি পেয়েছে ১৬৫টি আসন। ২০০৮ সালে তারা পেয়েছিল ১৪৭টি আসন। গতবারের চেয়ে এবার আঠারোটি আসন বেশি। আর কংগ্রেস গতবার পেয়েছিল ৭১টি আসন। এবার তাদের ঝুলিতে গিয়েছে ৫৮টি আসন। অন্যান্যরা পেয়েছে ৭টি আসন।

বিজেপি-কে হারাতে এতই মরিয়া ছিল কংগ্রেস যে, ভোটের আগে কাগজে শিবরাজ সিংয়ের বিজ্ঞাপন দিয়ে সরাসরি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ এনেছিল তারা। এর জেরে তিনি আইনি নোটিশও পাঠিয়েছিলেন কংগ্রেস তথা সোনিয়া গান্ধীকে। আখেরে দেখা গেল, কংগ্রেসের প্রচারে মানুষ কান দেয়নি। 'বিকাশপুরুষ' শিবরাজ সিং চৌহানকে জনগণ ভোট দিয়েছে দু'হাত উপুড় করে।

English summary
Shivraj Singh returns to power in Madhya Pradesh for third term
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X