For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রচারে নামতেই ফের পাটকেল পড়ল খোদ মুখ্যমন্ত্রীর বাসে, মধ্যপ্রদেশে 'হাওয়া গরম' টের পাচ্ছে বিজেপি

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বাস রতলাম জেলার কালুখেদিতে আসতেই তাতে উড়ে এসে পড়ল ইট-পাটকেল।

  • |
Google Oneindia Bengali News

শিয়রে বিধানসভা নির্বাচন। মধ্যপ্রদেশে শুরু হয়ে গিয়েছে ভোট প্রচার। এমনই এক প্রচারে রথের মতো দেখতে হাই-টেক বাস নিয়ে 'জন আশীর্বাদ যাত্রা'য় নেমেছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেই বাস রতলাম জেলার কালুখেদিতে আসতেই তাতে উড়ে এসে পড়ল ইট-পাটকেল। এই নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয়বার শিবরাজ সিং চৌহানের গাড়িতে ইট হামলা হল।

প্রচারে নামতেই ফের পাটকেল পড়ল খোদ মুখ্যমন্ত্রীর বাসে

কোনওমতে বেঁচেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তবে দুজন পুলিশ কর্মীর চোট লেগেছে। তিনটে পুলিশের ভ্যান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিং অবিলম্বে তদন্তের নির্দেশ দেন। ইতিমধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। রতলাম জেলার পুলিশ সুপার গৌরব তিওয়ারি জানিয়েছেন, দুই অভিযুক্তকে তাল পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে মামলা করা হয়েছে। তাল, বারখেদা কালা, মাহিদপুর রোড, খাচরোড গ্রামে পুলিশি তল্লাশিও চলছে।

বিরোধী কংগ্রেসের তরফে এই হামলার নিন্দা করা হয়েছে। রাজ্য সভাপতি কমল নাথ হামলার নিন্দা করে বলেছেন, অনেক জায়গায় মানুষ ক্ষিপ্ত হয়ে রয়েছেন। কারণ তাদের প্রত্যাশা এই সরকার পূরণ করতে পারেনি।

এর আগে সাধি জেলার পটপারা গ্রামে গত ২ সেপ্টেম্বর শিবরাজ সিংয়ের মিছিলে হামলা হয়। পরে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে জুতো এসে পড়ে। অভিযোগ ওঠে কারনি সেনার বিরুদ্ধে।

তিনবারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবারও মুখ্যমন্ত্রিত্বের দাবিদার হয়ে লড়বেন। বিরোধী কংগ্রেস অন্তর্দ্বন্দ্বের কথা তুললেও তা উড়িয়ে দিয়েছেন এই বিজেপি নেতা। সামনাসামনি বিরোধীরা পারছে না দেখে লুকিয়ে হামলা করছে বলে গেরুয়া শিবির অভিযোগ করেছে।

English summary
Shivraj Singh Chouhan’s rath pelted with stones again in Madhya Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X