সিএএকে সমর্থন করে নরেন্দ্র মোদীকে ভগবানের সঙ্গে তুলনা করলেন শিবরাজ সিং চৌহান
একদিকে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দেশজুড়ে চলছে বিক্ষোভ এবং সরকারের এহেনও সিদ্ধান্তে সকলেই মোদীর নিন্দায় সরব। অন্যদিকে সেই মোদীকেই ভগবানের সঙ্গে তুলনা করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। প্রধানমন্ত্রী নিপীড়িত শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ এনেছেন বলে শিবরাজ সিং চৌহান তাঁকে ভগবানের সঙ্গে তুলনা করেছেন।

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রশংসা করে প্রাক্তন মুখ্যমন্ত্রী শুক্রবার বলেন, 'নিপীড়িত ও নরকে যাঁরা বাস করতেন তাঁদের কাছে নরেন্দ্র মোদী ভগবান।’ তিনি আরও বলেন, 'ভগবান জীবন দিয়েছে, মা জন্ম দিয়েছেন। কিন্তু নরেন্দ্র মোদী জি ফের জীবন দিয়েছেন।’ জয়পুরে এক অনুষ্ঠানে এসে এমনটাই জানিয়েছেন শিবরাজ সিং চৌহান।
রবিবারই নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে আবেদন করে জানিয়েছেন যে নতুন নাগরিকত্ব আইন ও এনআরসি ভারতীয় মুসলিমদের ওপর প্রভাব ফেলবে না, তাই হিংসা থেকে বিরত থাকতে বলেছেন। এই আইনের স্বপক্ষে বলতে গিয়ে নরেন্দ্র মোদী জানান যে প্রতিবেশী দেশের নিপীড়িত শরণার্থীদের অধিকার দেওয়া হবে এবং এখানে কারোর অধিকার ছিনিয়ে নেওয়া হবে না।