For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমাজবাদী পার্টিতে ভাঙন, মুখোমুখি এবার চাচা-ভাতিজা, লোকসভায় আলাদা লড়াইয়ের ঘোষণা শিবপালের

এবার সরাসরি বিক্ষুব্ধদের নিয়ে আলাদা দল সমাজবাদী সেকুলার মোর্চা তৈরির পর তার ভিত্তিতে আগামী লোকসভা ভোটে উত্তরপ্রদেশের ৮০টি আসনেই লড়বেন বলে ঘোষণা করে দিলেন শিবলাল যাদব।

  • |
Google Oneindia Bengali News

মুলায়ম সিংয়ের সংসারে আগুন বহুদি আগেই লেগেছিল। ২০১৭ বিধানসভা ভোটের আগেই পুত্র অখিলেশ দলের দায়িত্ব নিয়ে ডানা ছেঁটে ফেলেছিলেন কাকা শিবপাল যাদবের। মুলায়ম তথা শিবপালরা কংগ্রেসের সঙ্গে জোটে রাজি ছিলেন না। নাছোড়বান্দা অখিলেশ জোটবদ্ধ হয়ে লড়ে হেরে যান। তখন থেকেই সমানজাবাদী পার্টিতে দুই শিবির ছিল।

সমাজবাদী পার্টিতে ভাঙন, লোকসভায় আলাদা লড়াই করবেন শিবপাল

এবার সরাসরি বিক্ষুব্ধদের নিয়ে আলাদা দল সমাজবাদী সেকুলার মোর্চা তৈরির পর তার ভিত্তিতে আগামী লোকসভা ভোটে উত্তরপ্রদেশের ৮০টি আসনেই লড়বেন বলে ঘোষণা করে দিলেন শিবলাল যাদব।

২০১৭ সালে বাবা মুলায়মকে সরিয়ে সপার দায়িত্ব নেওয়ার পরে কাকা শিবপালকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেন অখিলেশ। সেইসময়ে দাদা মুলায়মের পাশে থাকার বার্তা দিয়ে অখিলেশ বিরোধিতায় সরব হন শিবপাল। এমনকী দলের ক্ষমতা মুলায়মকে ফিরিয়ে দেওয়ার আবেদনও করেছিলেন।

গতবছরে বিধানসভা ভোটে হারার পর থেকেই সমাজবাদী পার্টির 'আসল' কর্মী সমর্থকদের নিয়ে নতুন করে রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার ডাক দিয়েছিলেন শিবপাল। দিন দুয়েক আগে নতুন দল তৈরি করেন। সমমনোভাবাপন্ন দলগুলিকে একসঙ্গে নিয়ে এদিন লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, সারা দেশের মধ্যে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি লোকসভা আসন। এখানকার ৮০টি আসনের মধ্যে ২০১৪ সালে বিজেপি ৭১টিতে জয়লাভ করে কেন্দ্রে সরকার গঠন করে। ফলে এই রাজ্যে বেশি আসন জিতলেই জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিকতা পাওয়া যায়। তবে আঞ্চলিক নেতা শিবপালের দল কতটা ফারাক গড়তে পারবে সেটাই দেখার।

English summary
Shivpal Yadav says his Samajwadi Secular Morcha will contest all 80 Lok Sabha seats in Uttar Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X