For Quick Alerts
For Daily Alerts
মহাধুমধামে দেশ জুড়ে পালিত হচ্ছে শিবরাত্রি
নয়াদিল্লি ও কলকাতা, ১৭ ফেব্রুয়ারি: আজ দেশ জুড়ে পালিত হচ্ছে মহাশিবরাত্রি। শৈবতীর্থগুলিতে ঢল নেমেছে ভক্তদের। বাবা ভোলানাথকে পুজো করে তবে জল খাবেন ভক্তরা।
শিবরাত্রিতে শুধু যে মহিলারাও উপোস করেন তা নয়, পুরুষরাও কম যান না। গ্রাম থেকে শহর, সর্বত্রই শিবের পুজো হচ্ছে আজ।

কাশী বিশ্বনাথ মন্দির, তারকেশ্বর মন্দির, জল্পেশ্বর মন্দির ইত্যাদি পুণ্যতীর্থে সকাল থেকে লক্ষ করা গিয়েছে লম্বা লাইন। দীর্ঘক্ষণ অপেক্ষা করা সত্ত্বেও বিরক্তির চিহ্ন মাত্র দেখা যায়নি কারও মুখে।