For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি, 'পূর্বপরিকল্পিত' বলে উল্লেখ শিবসেনার মুখপত্রে

মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি, 'পূর্বপরিকল্পিত' বলে উল্লেখ শিবসেনার মুখপত্রে

  • |
Google Oneindia Bengali News

এই মুহূর্তে মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে উত্তেজনার পারদ চরম পর্যায়ে পৌঁছেছে। রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি বিজেপি, শিবসেনা ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টিকে সরকার গঠনের জন্য ডাকলেও সংখ্যা গরিষ্ঠ ভোট না থাকায় সরকার গঠনে ব্যর্থ হয়েছে প্রত্যেকেই। রাজ্যজুড়ে এই টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন।

মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি, পূর্বপরিকল্পিত বলে উল্লেখ শিবসেনার মুখপত্রে

বিদায়ী মুখ্যমন্ত্রী 'মর্মাহত' দেবেন্দ্র ফড়ণবিস মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও দাবি করেন। এরকম রাজনৈতিক অস্থিরতা মহারাষ্ট্রের পক্ষে কখনওই মঙ্গলজনক নয় বলেও মনে করেন তিনি।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই শিবসেনা তাদের মুখপত্র 'সামনা' তে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই ধরণের আক্ষেপের সুরকে 'কুমিরের কান্না' বলে উল্লেখ করা হয়েছে। ওই পত্রিকায় বলা হয়, " এমতাবস্থায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর যদি কেউ কুমিরের কান্না কাঁদে, তাহলে ধরেই নিতে হবে সবটাই মিথ্যে।" ওই পত্রিকায় আরও বলা হয়, "রাষ্ট্রপতি শাসন জারির মাধ্যমে ক্ষমতাটা আসলে সঙ্ঘ পরিবার বা বিজেপির হাতে তুলে দেওয়া হয়েছে।"

প্রসঙ্গত, মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশয়ারি প্রায় সব দলকেই সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান। নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত শিবসেনা , কংগ্রেস , এনসিপি সহ প্রায় সমস্ত দলই সরকার গঠনে ব্যর্থ হওয়ায় রাষ্ট্রপতি শাসন জারি হয় মহারাষ্ট্রে।

কর্নাটকের পর এবার টার্গেটে মহারাষ্ট্র! শুরু বিজেপির 'অপারেশন লোটাস'কর্নাটকের পর এবার টার্গেটে মহারাষ্ট্র! শুরু বিজেপির 'অপারেশন লোটাস'

রাষ্ট্রপতি শাসন জারি করার প্রসঙ্গে 'সামনা' তে বলা হয়, "মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারির বিষয়টা পূর্ব পরিকল্পিত এবং এখানে একটা অদৃশ্য ক্ষমতার অঙ্গুলীলেহন কাজ করছে।" এই কলকাঠির মূলে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন বলেও হয় ওই পত্রিকাতে।

বিজেপি কি শিক্ষা পেল মহারাষ্ট্র থেকে! নির্বাচনের আগে চাপ বাড়াচ্ছে অন্য জোট-সঙ্গীরাবিজেপি কি শিক্ষা পেল মহারাষ্ট্র থেকে! নির্বাচনের আগে চাপ বাড়াচ্ছে অন্য জোট-সঙ্গীরা

English summary
Shiv Senas mouthpiece claims Fadnavis comments about Maharashtras president rule as crocodile tears
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X