For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিবসেনা ইতিহাস থেকে একধাপ দূরে, বিজেপিকে হটিয়ে প্রথমবার কুর্সিমুখী ঠাকরেরা

বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এনসিপির সঙ্গে জোট করে মহারাষ্ট্র সরকার গড়তে চলেছে শিবসেনা। সেই সরকারকে সমর্থন করবে কংগ্রেস- এই প্রতিশ্রুতিও ইতিমধ্যে আদায় করে নিয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।

  • |
Google Oneindia Bengali News

বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এনসিপির সঙ্গে জোট করে মহারাষ্ট্র সরকার গড়তে চলেছে শিবসেনা। সেই সরকারকে সমর্থন করবে কংগ্রেস- এই প্রতিশ্রুতিও ইতিমধ্যে আদায় করে নিয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। ফলে মহারাষ্ট্রে শিবসেনার সরকার গড়তে আর কোনও বাধা রইল না। আর এটাই প্রথমবার শিবসেনার কেউ মহারাষ্ট্রের কুর্সিতে বসছেন।

মহারাষ্ট্র্রের কুর্সিতে শিবসেনা

মহারাষ্ট্র্রের কুর্সিতে শিবসেনা

শিবসেনা এবার মহারাষ্ট্র্রের কুর্সিতে দেখতে চেয়েছিলেন ঠাকরে পরিবারের কাউকে। ঠাকরে পরিবার থেকে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরে। প্রথমবারই তিনি জয়যুক্ত হন রেকর্ড ভোটে। তারপরই তাঁকে মুখ্যমন্ত্রী চেয়ে পোস্টারে ছয়লাপ হয়ে যায় মহারাষ্ট্র। এখন সেই দাবিই সত্যি হতে চলেছে।

বিজেপির সঙ্গে ছেড়ে কুর্সিতে নজর

বিজেপির সঙ্গে ছেড়ে কুর্সিতে নজর

শিবসেনা এবার বিজেপির সঙ্গে জোট গড়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। পরোক্ষে এনসিপি কংগ্রেসের সঙ্গে জোট গড়ে ভোটে লড়ে। এই পরিস্থিতিতে এককভাবে কেউই সংখ্যা গরিষ্ঠতা পায়নি। বিজেপি-শিবসেনা যৌথভাবে ম্যাজিক ফিগারে পৌঁছতে পারলেও উভয়ের মধ্যে সমঝোতা ভেস্তে যায়।

স্নায়ুর খেলায় জয় শিবসেনার

স্নায়ুর খেলায় জয় শিবসেনার

বিজেপিকে সরকার গড়তেও ৫০-৫০ শর্ত দিয়েছিল শিবসেনা। চাপের মুখেও সেই শর্ত থেকে সরে আসেনি তারা। এবার সেই স্নায়ুর খেলায় হেরে বিজেপি ছিটকে যায় সরকার গঠনের লড়াই থেকে। শিবসেনার ডাক আসতেই এনসিপি ও কংগ্রেসকে নিয়ে সরকার গঠনের দোরগোড়ায় পৌঁছে যায় শিবসেনা।

এনসিপি-কংগ্রেস রাজি, মাস্টারস্ট্রোক সেনার

এনসিপি-কংগ্রেস রাজি, মাস্টারস্ট্রোক সেনার

একে একে এনসিপি ও কংগ্রেসকে রাজি করিয়ে মহারাষ্ট্রে ইতিহাস তৈরি করতে চলেছে শিবসেনা। এই প্রথমবার শিবসেনার কেউ মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন। সবকিছু ঠিকঠাক চললে ঠাকরে পরিবার থেকেই হতে পারে শিবসেনার প্রথম মুখ্যমন্ত্রী। মিথ ভেঙে এই লড়াইয়ে এখন পিতা-পুত্র।

আদিত্য ঠাকরে মুখ্যমন্ত্রী

আদিত্য ঠাকরে মুখ্যমন্ত্রী

শিবসেনার যুব নেতা আদিত্য ঠাকরেকে মুখ্যমন্ত্রী করার দাবি আগেই তুলেছিলেন শিবসেনা বিধায়করা। তাঁদের দাবি ছিল, এবার মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হন প্রয়াত বালাসাহেব ঠাকরের প্রতিষ্ঠিত দল শিবসেনার একজন। আর তিনি যদি উদ্ধব ঠাকরে পুত্র আদিত্য হন, তার থেকে ভালো খবর আর হতে পারে না।

পোস্টারই সত্যি হওয়ার পথে

পোস্টারই সত্যি হওয়ার পথে

এরপরই পোস্টারে পোস্টারে ছয়লাপ হয়ে যায় মুম্বইয়ের অলি-গলি। শিবসেনা নেতাদের একটি বড় অংশ এবং দলের নবনির্বাচিত বিধায়করা আদিত্যকে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী করার দাবি তুলে সরব হয়েছেন। দলের কর্মী সমর্থকরা আদিত্য ঠাকরেকে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরতে ইতিমধ্যে পোস্টারে ছয়লাপ করে দিয়েছে মুম্বইয়ের অলি-গলি।

আদিত্য না উদ্ধব

আদিত্য না উদ্ধব

আর তাই যদি হয়, আদিত্য হবেন মহারাষ্ট্রের সবচেয়ে কনিষ্ঠ মুখ্যমন্ত্রী। পোস্টারে শিবসেনার প্রতিষ্ঠাতা প্রয়াত বাল ঠাকরে এবং দলীয় সভাপতি উদ্ধব ঠাকরের ছবির সঙ্গে আদিত্যর ছবির পোস্টারই এখন মহারাষ্ট্রে সত্যি হতে চলেছে। এই পোস্টারে উল্লেখ করা হয়েছে, আদিত্য ঠাকরে মহারাষ্ট্রের সবচেয়ে কনিষ্ঠ মুখ্যমন্ত্রী হবেন। তবে এনসিপি আদিত্যকে চাইছে না। তাঁদের দাবি উদ্ধব ঠাকরে হোন মুখ্যমন্ত্রী।

কংগ্রেসের সমর্থন নিয়েই মহারাষ্ট্রে সরকার গড়তে চলেছে শিবসেনা, সবুজ সঙ্কেত দিলেন সোনিয়াকংগ্রেসের সমর্থন নিয়েই মহারাষ্ট্রে সরকার গড়তে চলেছে শিবসেনা, সবুজ সঙ্কেত দিলেন সোনিয়া

English summary
Shiv Sena will create history in power of Maharashtra with NCP and Congress. Uddhab Thackeray or Aaditya Thackeray can be next Chief Minister of Maharastra.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X